গুজরাতে ফের ইতিহাস গড়া পথে বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির। অন্যদিকে কংগ্রেসের অবস্থা সর্বকালীন খারাপ গুজরাতে। হিমাচল প্রদেশে লড়াই হাড্ডাহাড্ডি। এখনও পর্যন্ত কংগ্রেস এগিয়ে হিমাচল প্রদেশে।
নির্বাচনী প্রচারে বলেছিলাম নরেন্দ্রর রেকর্ড ভাঙবে ভূপেন্দ্র। সব রেকর্ড ভেঙে দিয়েছেন গুজরাটের মানুষ। রাজ্যের ইতিহাসে বৃহত্তম জনাদেশ। নতুন ইতিহাস তৈরি করেছেন মানুষ। আড়াই দশক সরকারে থেকেও এই ধরনের ভালবাসা অভূতপূর্ব। জাতি-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে বিজেপিকে ভোট দিয়েছেন: নরেন্দ্র মোদী
কোথাও কোনও পুনর্নির্বাচন হয়নি। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদী বলেন,'হিমাচলে ১ শতাংশের কম ভোটে হেরেছি। অর্থাৎ বিজেপিকে জেতানোর চেষ্টা করেছে জনতা। হেরে গেলেও একশো শতাংশ উন্নয়ন করব। হিমাচলের উন্নয়ন করবে কেন্দ্রীয় সরকার।'
গুজরাতে বিপুল ভোটে জিতে রেকর্ড গড়েছে বিজেপি। গুজরাতের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে দিল্লিতে বিজেপির সদর দফতরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্রের খবর, হিমাচল প্রদেশে অপারেশন পদ্ম ঠেকাতে দলের সব বিধায়কদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করছে কংগ্রেস। এই প্রসঙ্গে হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী ও কংগ্রেস নেত্রী প্রতিভা সিং বললেন, মানুষ তাঁদের রায় আমাদের পক্ষে দিয়েছেন। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমাদের বিধায়কদের সঙ্গে চণ্ডীগড় বা যেখানে খুশি বৈঠক করতে পারি। বিধায়করা আমাদের সঙ্গেই আছেন। আমরাই হিমাচলপ্রদেশে সরকার গড়ব।
গুজরাতে ১৫৯ আসনে এগিয়ে বিজেপি। মাত্র ১৫টি আসনে এগিয়ে কংগ্রেস। ৫টি আসনে এগিয়ে আপ।
১২ ডিসেম্বর গুজরাতে শপথগ্রহণ। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল বলেন,'নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বিরাট জয়। তাঁর দেখানো পথেই রাজ্যে উন্নয়ন হয়েছে।'
গুজরাতে রেকর্ড জয় বিজেপির। সুরাতে বিজেপি নেতা-কর্মীদের উল্লাস।
#WATCH | Gujarat: BJP workers celebrate in Surat as the party sweeps #GujaratAssemblyPolls. As per the official EC trends, BJP has won 5 seats and is leading on 150 of the total 182 seats in the state. pic.twitter.com/OULjOcwy3H
— ANI (@ANI) December 8, 2022
ভুপেন্দ্র প্যাটেল- ৭৯০৩৭ ভোটে এগিয়ে, রিবাবা জাডেজা ১৯ হাজার ৮২০ ভোটে এগিয়ে, হার্দিক প্যাটেল এগিয়ে ১৯ হাজার ৭০২ ভোটে, অল্পেশ ঠাকুর এগিয়ে ১৩ হাজার ১৮১ ভোটে, হর্ষ সাংভি এগিয়ে ৬২ হাজার ১২৪ ভোটে, পায়েল কুলকার্নি এগিয়ে ২৮ হাজার ৬১৮ ভোটে, কান্তিলাল (মোরবি) এগিয়ে ২৫ হাজার ৫৫০ ভোটে।
উত্তরপ্রদেশের মৈনপুরী লোকসভা আসন, রামপুর ও খাতৌলি বিধানসভা উপনির্বাচনে বড় ধাক্কা খেল বিজেপি। মৈনপুরীতে সপা সুপ্রিমো অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব অনেকটা এগিয়ে রয়েছেন। রামপুর ও খাতৌলিতেও এগিয়ে সমাজবাদী পার্টি।
গুজরাতের কচ্ছে গান্ধীধামে কংগ্রেস প্রার্থী ভরত সোলাঙ্কি ভোট গণনা কেন্দ্রে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। তাঁর অভিযোগ, EVM-এ ঠিক মতো সিল করা নেই। কিছু EVM আগেই খোলা হয়েছে। ইভিএম-এ গলদ রয়েছে। গণনা কেন্দ্রে ধর্নায় বসে গিয়েছেন ওি কংগ্রেস নেতা।
গুজরাতে দলের ইতিহাসে সবচেয়ে খারাপ রেজাল্ট হতে চলেছে কংগ্রেসের। কংগ্রেস মাত্র ১৮টি আসনে এগিয়ে গুজরাতে। ১৯৬০ সাল থেকে গুজরাতে বিধানসভা নির্বাচন হচ্ছে। এর আগে কংগ্রেসের সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স ছিল ১৯৯০ সালে। সে বার ৩৩টি আসন জিতেছিল। ২০০২ সালে ৫০টি আসন। ২০০৭ সালে ৫৯টি আসন। ২০১৭ সালে ৭৭টি আসন জিতেছিল। ১৯৮৫ সালে সবচেয়ে ভাল ফলে করেছিল কংগ্রেস। সে বার ১৪৯টি আসন জিতেছিল।
গুজরাতে বিজেপি-র জয়োল্লাস শুরু হয়ে গিয়েছে। ইতিহাস গড়ে ফের গুজরাতে মোদী-ম্যাজিক। ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি।
Gujarat Assembly poll results: BJP crosses 100 mark surges ahead of Congress, AAP in single digits
— ANI Digital (@ani_digital) December 8, 2022
Read @ANI Story | https://t.co/gFJUJpznD9#GujaratAssemblyPolls #GujaratElectionResult pic.twitter.com/2XHIF9eDDb
হিমাচল প্রদেশে একবার কংগ্রেস এগিয়ে যাচ্ছে, একবার বিজেপি। এখনও পর্যন্ত ট্রেন্ড বলছে, কংগ্রেস ৩৪ আসনে এগিয়ে। বিজেপি ২৯ আসনে এগিয়ে।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, গুজরাতে বিজেপি ১৫০,কংগ্রেস ১৮ এবং আম আদমি পার্টি ৬ আসনে এগিয়ে। অন্যান্য এগিয়ে রয়েছে ৩ আসনে।
উত্তরপ্রদেশের মৈনপুরী লোকসভা উপনির্বাচনে ২৬ হাজার ভোটে এগিয়ে সপা প্রার্থী ডিম্পল যাদব।
উত্তরপ্রদেশের খাতৌলিতে আরএলডি এগিয়ে। পিছিয়ে বিজেপি।
রামপুর থেকে এগিয়ে সপা প্রার্থী অসীম রাজা।
বিহারের কুধানি আসনে এগিয়ে জেডিইউ। পিছিয়ে বিজেপি
মোরবিতে এগিয়ে বিজেপি প্রার্থী কান্তিলাল। নির্বাচনের ঠিক আগে সেতু ভেঙে মোরবিতে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।
হিমাচলপ্রদেশে ভোটপ্রবণতার নিরিখে ৩৬ আসনে এগিয়ে কংগ্রেস। সরকার গড়ার ম্যাজিক সংখ্যা ৩৫।
গুজরাটের ভুজে খাতা খোলার পথে ওয়াইসির দল। এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে এআইএমআইএম প্রার্থী শাকিল মহম্মদ শামা।
গুজরাতে জয়ের উল্লাস শুরু করে দিয়েছে বিজেপি। ১৮২টি আসনের মধ্যে ১৪৭টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২১টি আসনে। ১০টি আসনে এগিয়ে আম আদমি পার্টি। হিমাচলপ্রদেশে ৩৩টি আসনে এগিয়ে কংগ্রেস, ৩২টি আসনে এগিয়ে বিজেপি।