কংগ্রেস নেতাদের বাড়িতে তল্লাশি চালানোয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-কে রাস্তার কুকুরের সঙ্গে তুলনা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। জয়পুরে একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে গেহলট বলেন, 'রাস্তার কুকুরের চেয়েও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেশে ঘুরে বেড়াচ্ছে।"
মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর গ্যারান্টি মডেল অনুসরণ করছেন। তিনি বলেন, 'আমি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই-এর প্রধানদের কাছে সময় চেয়েছিলাম, কিন্তু এখন এগুলো রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে। মোদীজি বুঝতে পারছেন না যে তাঁর কাউন্টডাউন শুরু হয়েছে। তিনি এখন আমাদের গ্যারান্টি মডেল অনুসরণ করছেন।'
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় অর্থ পাচারের তদন্তের অংশ হিসাবে রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরার জয়পুর এবং সিকারার বাড়িতে তল্লাশি চালায় ইডি। এছাড়াও মুদ্রা লঙ্ঘনের মামলায় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলেকেও তলব করেছিল। প্রাক্তন স্কুল শিক্ষা মন্ত্রী দোতাসরার বাড়ি ছাড়াও ওমপ্রকাশ হুদলা এবং আরও কয়েকজনের নেতার বাড়িতেও তল্লাশি চালায় ইডি।