Delhi Explosion LIVE : লালকেল্লার কাছে বিস্ফোরণে মৃত বেড়ে ১০, অমিত শাহকে ফোন PM মোদীর
লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে এই বিস্ফোরণ হয়। সেখানে দাঁড়িয়ে থাকা ৭ থেকে ৮ গাড়িতে আগুন লেগে যায়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল আসে সেখানে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। একাধিক জনের মৃত্যু হয়েছে বলে খবর।
Delhi Blast - দিল্লি ,
- 10 Nov 2025,
- (Updated 10 Nov 2025, 8:49 PM IST)
হাইলাইটস
- লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে এই বিস্ফোরণ হয়
- ৩টি গাড়িতে আগুন
দিল্লির লালকেল্লার কাছে বড়সড় বিস্ফোরণ। ঘটনার জেরে আতঙ্ক এলাকায়। বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, একাধিক জনের মৃত্যু হয়েছে। কী কারণে বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। একাধিক গাড়িতে আগুন ধরে যায়।
LIVE
- লালকেল্লায় মৃতের সংখ্যা বেড়ে ১০। আরও বাড়তে পারে সংখ্যা।
- ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ঘটনার খোঁজ নিলেন তিনি।
একটা গাড়ি স্লোভাবে আসছিল। তারা লাল কেল্লার যে রেড অ্যালার্ট এলাকা সেদিকে যাচ্ছিল। ৬.৫২ মিনিটে একটি বিস্ফোরণ হয়। আশপাশের গাড়িতে বিস্ফোরণ হয়। পুলিশ আসে। তবে কী কারণে বিস্ফোরণ তা জানা যায়নি। এখনই হতাহতের খবর বলা যাচ্ছে না। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
- দিল্লি বিস্ফোরণ নিয়ে পুলিশের কাছে খোঁজ নিলেন অমিত শাহ। ঘটনার রিপোর্ট তলব করলেন তিনি।
- কলকাতাতেও জারি সতর্কতা। জায়গায় জায়গায় তল্লাশুি চলছে নাকা চেকিং চলছে।
- বিস্ফোরণের পর মুম্বই পুলিশকেও সতর্ক করা হয়েছে। শহরের সংবেদনশীল এলাকায় টহল বাড়ানো হয়েছে। রেলস্টেশন, মল, ধর্মীয় স্থান এবং জনসমাগমস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। যে কোনও অপ্রীতিকর ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
- LNJP হাসপাতাল সূত্রের খবর, ৮ জন মারা গিয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কয়েকজন।
- ঘটনাস্থলে দিল্লি পুলিশের সন্ত্রাসবাদী দমন শাখা। বিস্ফোরণের ধরণ কেমন তা প্রথমে খতিয়ে দেখা হবে।
- ৮ জনের মৃত্যু হয়েছে দিল্লি বিস্ফোরণে। প্রায় ১৫০ মিটার পর্যন্ত বিস্ফোরণের অভিঘাত টের পাওয়া যায়।
- দিল্লি পুলিশের PRO জানান, 'কী ধরনের বিস্ফোরণ, জানা যাচ্ছে না। সেজন্য সময় লাগলে। মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছেই বিস্ফোরণ হয়েছে। পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থললে রয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, 'দোকান থেকে বিস্ফোরণের শব্দ পেলাম। বিরাট আওয়াজ। আমি জীবনে এমন শব্দ কোনওদিন শুনিনি। কী কারণে এমন হল জানি না। তবে পুলিশ এসেছে।'
- আহতদের LNJP হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশপাশের দোকানেরর কাচের দরজা ভেঙে যায়।
- একটি না একাধিক ব্লাস্ট তা এখনও জানা যায়নি। তবে ওই এলাকা বেশ জনবহুল। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেচ্ছে NSG ও NIA।
- বিস্ফোরণের খবর পাওয়ার পর দিল্লিতে জারি ব্য়াপক সতর্কতা। ঘটনাস্থলে গিয়েছে NSG।
- ৮ টি গাড়িতে আগুন ধরে যায় বলে খবর। ১ জনের মৃত্যু হয়েছে।
- লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে এই বিস্ফোরণ হয়। সেখানে দাঁড়িয়ে থাকা ৩টি গাড়িতে আগুন লেগে যায়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল আসে সেখানে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। দিল্লি পুলিশের টিমও সেখানে আসে।
- তবে কী কারণে এই বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। পুলিশ এই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার পরই জানা যাবে কারণ। দমকলের তরফেও এখনও কিছু জানানো হয়নি।
- দমকলের তরফে জানানো হয়, সন্ধে ৬টা বেজে ৫৫ মিনিট নাগাদ তাদের অফিসে ফোন আসে। সেখানে বিস্ফোরণের কথা জানানো হয়। তারপরই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন।
- ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়ছেন, বিস্ফোরণের অভিঘাত ছিল বেশি। সেজন্য একাধিক গাড়ির জানলার কাচ ভেঙে যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও সেখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স রয়েছে।