বাড়ির বাইরে পার্ক করা গাড়ি। আর সেই গাড়ির মধ্যে পাওয়া গেল একই পরিবারের ৭ জনের মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার পঞ্চকুলার সেক্টর-২৭ এলাকায়। অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করেছেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, তাঁরা বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রীর হনুমান কথা শুনে ফিরছিলেন। তারপরই এই কাণ্ড।
একই পরিবারের ৭ জনের এমন মর্মান্তিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। কেন আচমকা এভাবে গাড়ির মধ্যে আত্মহত্যা করলেন তাঁরা? তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গিয়েছে, এই পরিবারের আদতে দেরাদুনের বাসিন্দা। ছেলে প্রবীণ মিত্তলই পরিবারের বাকি ৬ সদস্যকে নিয়ে পঞ্চকুলাতে আয়োজিত বাগেশ্বর ধামের হনুমান কথা শুনতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর দেহরাদুন ফেরত যাচ্ছিলেন গাড়িতে। সেই গাড়িতেই উদ্ধার হয় তাঁদের নিথর দেহ।
মৃতদের তালিকায় রয়েছেন ৪২ বছরের প্রবীণ মিত্তল, তাঁর বাবা-মা, স্ত্রী এবং দুই কন্যা ও ১ পুত্র। গাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। দেনায় ডুবেছিল এই মিত্তল পরিবার। সেই কারণেই এই চরম পদক্ষেপ করেছে তাঁরা। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
পঞ্চকুলার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৭ জনের মৃতদেহ। পঞ্চকুলার DCP হিমাদ্রি কৌশিক এবং DCP আইনশৃঙ্খলা অমিত দহিয়া এই ঘটনার তদন্ত করছেন। ফরেন্সিক টিমও গাড়ি থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে। DCP হিমাদ্রি কৌশিক বলেন, 'বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন এই পরিবারের সদস্যরা। দেহরাদুন থেকে বাগেশ্বর বাবার হনুমান কথা শুনতে পঞ্চকুলা এসেছিলেন। পরিবারটি দেনায় ডুবে ছিল। সেই কারণেই সম্ভবত এই পদক্ষেপ। তবে আমরা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।'