Rohini Acharya : 'অশ্রাব্য গালিগালাজ, জুতো দিয়ে মারার চেষ্টাও করা হয়েছে', লালু-কন্যা রোহিণীর নয়া পোস্ট ঘিরে তোলপাড়

বিহার নির্বাচনে ভরাডুবি হয়েছে আরজেডির। শনিবারই দল ও পরিবার ছাড়ার কথা জানিয়ে একাধিক বিস্ফোরণ দাবি করেন রোহিণী। তাঁর এই অবস্থার জন্য দায়ী করেন সঞ্জয় যাদব ও রমিজকে। আর রবিবার ফের এক্স হ্যান্ডলে পোস্ট করেন তিনি।

Advertisement
'অশ্রাব্য গালিগালাজ, জুতো দিয়ে মারার চেষ্টাও করা হয়েছে', লালু-কন্যা রোহিণীর নয়া পোস্ট ঘিরে তোলপাড়  Lalu Prasad Yadav, rohini
হাইলাইটস
  • শনিবারই যাদব পরিবার ও রাজনীতি ত্যাগের কথা ঘোষণা করেছিলেন লালু-কন্যা রোহিণী আচার্য
  • রবিবার ফের বোমা ফাটালেন তিনি

শনিবারই যাদব পরিবার ও রাজনীতি ত্যাগের কথা ঘোষণা করেছিলেন লালু-কন্যা রোহিণী আচার্য। রবিবার ফের বোমা ফাটালেন তিনি। তাঁর দাবি, তাঁকে নোংরা ভাষায় গালিগালাজ করা হয়েছে। এমনকী চপ্পল দিতে মারার চেষ্টাও করা হয়। 

বিহার নির্বাচনে ভরাডুবি হয়েছে আরজেডির। শনিবারই দল ও পরিবার ছাড়ার কথা জানিয়ে একাধিক বিস্ফোরণ দাবি করেন রোহিণী। তাঁর এই অবস্থার জন্য দায়ী করেন সঞ্জয় যাদব ও রমিজকে। আর রবিবার ফের এক্স হ্যান্ডলে পোস্ট করেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তিনি জানান, তাঁকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। 

রোহিণী লেখেন, 'গতকাল একজন মেয়ে, একজন বোন, একজন বিবাহিত মহিলা, একজন মায়ের অপমান করা হয়েছে... নোংরা গালিগালাজ করা হয়েছে, আমাকে আঘাত করার জন্য জুতো তোলা হয়েছে। আমি আত্মসম্মানের সঙ্গে আপোষ করিনি, সত্যকে ত্যাগ করিনি। শুধুমাত্র সেই কারণেই এত অপমান সহ্য করতে হয়েছে...।'

তিনি আরও লেখেন, 'গতকাল, একটি মেয়েকে তার কাঁদতে কাঁদতে বাবা-মা এবং বোনদের ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে, আমাকে আমার মাতৃগৃহ ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে... আমাকে অনাথ করা হয়েছে... তোমদের কারও অবস্থা যেন আমার মতো না হয়। রোহিণীর মতো কারও মেয়ে বা বোন যেন না থাকে?' 

অন্য একটি পোস্টে তিনি লেখেন, 'গতকাল আমাকে নির্যাতন করা হয়েছিল। আমাকে বলা হয়েছে, আমি নোংরা। বাবার নোংরা কিডনি প্রতিস্থাপন করানো হয়েছে। আমি কোটি কোটি টাকা নিয়েছি, টিকিট কিনেছি। আমি বিবাহিত সকল মেয়ে এবং বোনদের বলতে চাই যে, যদি তোমাদের বাবা-মায়ের ঘরে কোন ছেলে বা ভাই থাকে, তাহলে ভুল করেও ভগবানের মতো বাবাকে বাঁচিও না।' 

রোহিণী বলেন, 'সব বোন এবং মেয়েদের উচিত তাদের পরিবার, সন্তান ও  শ্বশুরবাড়ির যত্ন নেওয়া। মা-বাবার চিন্তা না করে নিজের কখথা বাবা দরকার। আমি আমার পরিবার, তিন সন্তানের কথা না ভেবে পাপ করেছি। তোমরা সবাই যেন আমার মতো ভুল না করো। রোহিণীর মতো কারো মেয়ে না থাকে।'

Advertisement

প্রসঙ্গত, গত নির্বাচনে বিহারে এক নম্বর দল ছিল আরজেডি। তবে এবার এক ধাক্কায় তিন নম্বরে নেমে গিয়েছে। আরজেডি পেয়েছে সবমিলিয়ে মাত্র ২৫টি আসন। তারপরই যাদব পরিবারে ফের ভাঙন দেখা যায়। এই রোহিণীই লালুকে কিডনি দিয়ে বাঁচিয়েছিলেন। 

কয়েক মাস আগেই লালু তাঁর বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে দল এবং পরিবার থেকে বের করে দেন। চলতি বছরের মে মাসে তেজপ্রতাপের প্রেমের খবর ছড়িয়ে পড়ার পরেই ওই পদক্ষেপ করেন লালু। এখন তেজপ্রতাপ নিজে আলাদা দল তৈরি করেছেন। তিনি ভোটে দাঁড়ালেও হেরেছেন। তারইমধ্যে পরিবারকে নিয়ে বোমা ফাটালেন রোহিণী।  

  

POST A COMMENT
Advertisement