scorecardresearch
 

Saturdays as Banking Holiday: 'প্রতি শনিবারই ব্যাঙ্ক ছুটি,' সংসদে IBA-র প্রস্তাব নিশ্চিত করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক

মাসের নির্দিষ্ট সপ্তাহে নয়। প্রতি শনিবারই ব্যাঙ্ক ছুটি থাকুক। এমনই প্রস্তাব দেশের ব্যাঙ্কগুলির সংগঠনের(IBA)। মঙ্গলবার সংসদে শনিবারকে 'ব্যাঙ্কিং হলিডে' করার বিষয়ে ব্যাঙ্কগুলির এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • মাসের নির্দিষ্ট সপ্তাহে নয়। প্রতি শনিবারই ব্যাঙ্ক ছুটি থাকুক। এমনই প্রস্তাব দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির।
  • মঙ্গলবার সংসদে শনিবারকে 'ব্যাঙ্কিং হলিডে' করার বিষয়ে ব্যাঙ্কগুলির এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।  
  • ভারতের সমস্ত ব্যাঙ্কের প্রতিনিধি সংস্থা 'ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন' (IBA)-র দাবি, সপ্তাহে ৫ দিন কাজের নিয়ম বাস্তবায়িত করা হোক।

মাসের নির্দিষ্ট সপ্তাহে নয়। প্রতি শনিবারই ব্যাঙ্ক ছুটি থাকুক। এমনই প্রস্তাব দেশের ব্যাঙ্কগুলির সংগঠনের(IBA)। মঙ্গলবার সংসদে শনিবারকে 'ব্যাঙ্কিং হলিডে' করার বিষয়ে ব্যাঙ্কগুলির এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।  

ভারতের সমস্ত ব্যাঙ্কের প্রতিনিধি সংস্থা 'ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন' (IBA)-র দাবি, সপ্তাহে ৫ দিন কাজের নিয়ম বাস্তবায়িত করা হোক। সেই সংক্রান্ত প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী ভগবত কারাদ বলেন, 'IBA সত্যিই এই মর্মে একটি প্রস্তাব জমা দিয়েছে।'

২০১৫ সাল থেকে ভারতে ব্যাঙ্কগুলিতে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে সরকারিভাবে ছুটির দিন থাকে। সেদিন ব্যাঙ্কের শাখা বন্ধ রাখা হয়।

আরও পড়ুন

বহুদিন ধরে সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক খোলা রাখার দাবি করে আসছে কর্মী সংগঠনগুলি। 

IBA-র সদস্য মানে কিন্তু শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই নয়। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক উভয়েই আছে। এর পাশাপাশি ভারতে কাজ করা বিদেশের ব্যাঙ্ক, সমস্ত সমবায় ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এবং সমস্ত ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলিও রয়েছে। 

ব্যাঙ্কিং সেক্টর ভারতে কর্মসংস্থানের একটি বড় ক্ষেত্র। বর্তমানে দেশে এই সেক্টরে কর্মীর সংখ্যা ১৫ লক্ষেরও বেশি। 

উল্লেখ্য, ব্যাঙ্ক সংগঠনের যে প্রতি শনিবার ছুটির দাবি রয়েছে, সেটি নিশ্চিত করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কিন্তু দাবিটি গৃহীত হয়েছে কিনা বা অদূর ভবিষ্যতে তা হতে পারে কিনা সেই বিষয়ে কোনও কিছু বলা হয়নি।

যদি এই প্রস্তাব গৃহীত হয়, সেক্ষেত্রে সপ্তাহে পাঁচ দিন করে অফিস করা সুবিধা পেতে পারেন ব্যাঙ্ক কর্মীরা। তবে শনিবারের ছুটিটা ম্যানেজ করতে সেই ৫ দিনে ১-২ ঘণ্টা ডিউটি আওয়ার বাড়ানো হতে পারে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।  

Advertisement

Advertisement