scorecardresearch
 

Nirmala Sitharaman Daughter's Wedding: ঘরোয়া বিয়ে সারলেন নির্মলা সীতারমনের মেয়ে, জামাই মোদীর খাস লোক

সনাতনী রীতি মেনে উডুপি আদমারু মঠের সাধুসন্তদের উপস্থিতিতে প্রতীকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নির্মলার কন্যা পরকলা। নববধূর পরনে ছিল গোলাপি শাড়ি এবং সবুজ ব্লাউজ। ঐতিহ্যবাহী সাদা রঙের পঞ্চা ও শাল পরেছিলেন বর। নির্মলা সীতারমন এই বিশেষ দিনে একটি মোলাকালমরু শাড়ি পরেছিলেন।

Advertisement
নির্মলা সীতারমন। নির্মলা সীতারমন।
হাইলাইটস
  • সাত পাকে বাঁধা পড়লেন পরকলা।
  • ঘরোয়া অনুষ্ঠানে সারলেন বিয়ে।

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মেয়ে পরকলা বাংময়ী। গত ৭ জুন গাঁটছড়া বাঁধেন তিনি। বেঙ্গালুরুর একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের অনুষ্ঠান ছিল সাদামাটা। শুধুমাত্র পরিবারের সদস্যরাই অংশ নিয়েছিলেন। বিয়েতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব বা ভিভিআইপি আমন্ত্রিত ছিলেন না। ঘরোয়া পরিবেশেই সাত পাকে বাঁধা পড়েছেন পরকলা। 

সনাতনী রীতি মেনে উডুপি আদমারু মঠের সাধুসন্তদের উপস্থিতিতে প্রতীকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নির্মলার কন্যা পরকলা। নববধূর পরনে ছিল গোলাপি শাড়ি এবং সবুজ ব্লাউজ। ঐতিহ্যবাহী সাদা রঙের পঞ্চা ও শাল পরেছিলেন বর। নির্মলা সীতারমন এই বিশেষ দিনে একটি মোলাকালমরু শাড়ি পরেছিলেন।

নির্মলা সীতারামনের মেয়ে পরকলা বাংময়ী জাতীয়স্তরের পত্রিকায় কাজ করেছেন। তাঁর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির মেডিল স্কুল অফ জার্নালিজম থেকে সাংবাদিকতা নিয়েও পড়াশোনা করেছেন।

আরও পড়ুন

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জামাই প্রতীক কে এবং কী করেন? 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ প্রতীক দোশী। প্রধানমন্ত্রীর দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। গুজরাতের বাসিন্দা প্রতীক। প্রধানমন্ত্রীর অফিসের আধিকারিক। ২০১৪ সাল থেকে, অর্থাৎ নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখানে কাজ করছেন। তিনি সিঙ্গাপুর ম্যানেজমেন্ট স্কুল থেকে স্নাতক। PMO ওয়েবসাইট অনুসারে,প্রতীক দোশি বর্তমানে পিএম অফিসে গবেষণা ও কৌশল শাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। প্রধানমন্ত্রীকে সাহায্য করার পাশাপাশি শীর্ষ পর্যায়ের আমলাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। 

গুজরাত থেকে মোদীর সঙ্গে প্রতীক

গুজরাক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নির্মলা সীতারমনের জামাতা প্রতীক দোশীর যোগযোগ রয়েছে বললে ভুল হবে না। ম্যানেজমেন্টের পড়াশোনা শেষ করে গুজরাতে গবেষণা সহকারী হিসাবে কাজ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রতীক দোশী তাঁর অফিসে গবেষণা সহকারী হিসাবে ছিলেন। এরপর নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় এলে প্রতীককেও গুজরাত থেকে দিল্লিতে ডাকা হয়। ২০১৪ সাল থেকে পিএমওতে কাজ করছেন। ৪ বছর আগে ২০১৯ সালে যুগ্ম সচিবের পদমর্যাদায় ওএসডি হিসেবে নিযুক্ত হন।

Advertisement

নির্মলা সীতারামনের স্বামী রাজনৈতিক অর্থনীতিবিদ এবং উপদেষ্টা। ২০১৪ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত অন্ধ্রপ্রদেশ সরকারের মন্ত্রিসভার পদেও ছিলেন। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে নির্মলা সীতারামন কন্যা দিবসে তাঁর সঙ্গে পরকলার শৈশবের একটি ছবি শেয়ার করেছিলেন। মেয়েকে বন্ধু, দার্শনিক এবং গাইড হিসাবে উল্লেখ করেছিলেন।

Advertisement