scorecardresearch
 

Nirmala Sitharaman Exclusive: 'কুর্সি বাঁচানোর বাজেট' নিয়ে সরব সীতারামন, বললেন, 'সবটাই কংগ্রেসের নাটক'

তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে সরগরম রাজনীতি। বাজেটের বিরোধিতা জানিয়ে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। 'কুর্সি বাঁচানোর বাজেট' বলে কটাক্ষ করেছে বিরোধী শিবির। এই আবহে আজতককে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বললেন, 'এসব কংগ্রেসের নাটক ছাড়া আর কিছুই নয়।'

Advertisement
নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন।
হাইলাইটস
  • তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে সরগরম রাজনীতি।
  • 'কুর্সি বাঁচানোর বাজেট' বলে কটাক্ষ করেছে বিরোধী শিবির।
  • মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে সরগরম রাজনীতি। বাজেটের বিরোধিতা জানিয়ে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। 'কুর্সি বাঁচানোর বাজেট' বলে কটাক্ষ করেছে বিরোধী শিবির। এই আবহে আজতককে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বললেন, 'এসব কংগ্রেসের নাটক ছাড়া আর কিছুই নয়।'

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এখন সবচেয়ে আলোচিত বিষয় হল বাজেট। এর নেপথ্যে দুটি কারণ রয়েছে। প্রথমটি হল, বিরোধীরা বাজেট নিয়ে সরকারকে আক্রমণ করছে, আর দ্বিতীয় কারণ হল সপ্তম বার বাজেট পেশ করে নতুন নজির গড়েছেন সীতারামন। এই প্রথম কোনও অর্থমন্ত্রী টানা ৭ বার বাজেট পেশ করলেন। 


তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে 'কুর্সি বাঁচানোর বাজেট' বলে আক্রমণ করেছে বিরোধী শিবির। বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ বরাদ্দ করা হয়েছে। বিহারে নীতীশ কুমার এবং অন্ধ্রে চন্দ্রবাবু নায়ডুর সমর্থনে তৃতীয়বার সরকার গড়তে হয়েছে মোদী বাহিনীকে। বিরোধীদের অভিযোগ, শরিকদের মন রাখতেই ওই দুই রাজ্যে বিশেষ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, বাজেটকে  'কাট অ্যান্ড পেস্ট' বলেও কটাক্ষ করা হয়েছে। এই প্রসঙ্গে সীতারামন বলেছেন, ' ভোট অন অ্যাকাউন্টের (অন্তবর্তীকালীন বাজেট) সময় আমাদের বাজেটে ইতিমধ্যে অনেক কাজ করা হয়েছে। সেই ভোট অন অ্যাকাউন্টের বিষয়গুলিও এই বাজেটে উল্লেখ করা হয়েছে, কারণ এটি ছিল এই অর্থবছরের প্রথম চার মাসের বাজেট এবং এটি বাকি 8 মাসের বাজেট। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই বাজেটই আগামী ৫ বছরের দিশা দেখাবে, যা অমৃতকালের পাঁচ বছর।'

আরও পড়ুন

অর্থমন্ত্রী আরও বলেছেন, 'উন্নত ভারতের কথা মাথায় রেখে আমরা ভোট অন অ্যাকাউন্টের সময় এটি উল্লেখ করেছি। এখন আমরা এই বাজেটে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাই এতে 'কাট পেস্ট' দাবি করার কোনও অধিকার নেই। ২০৪৭ সালের মধ্যে ভারতকে যদি উন্নত ভারত হতে হয়, তাহলে তার জন্য আমরা যে পথ তৈরি করছি তাতে প্রথম পাঁচ বছরে আমরা কী করতে যাচ্ছি, প্রধানমন্ত্রী আগেই নির্বাচনের আগে আমাদের বাজেটের মাধ্যমে বলেছিলেন।' নির্মলা এ-ও বলেছেন যে, 'জনগণকে বিভ্রান্ত করতে কংগ্রেস নাটক করছে।'

Advertisement

Advertisement