দিল্লিতে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন।মঙ্গলবার বিকালে হঠাৎ আগুন লাগল এয়ার ইন্ডিয়ার এক বিমানে। এদিন হংকং থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 315 দিল্লি বিমানবন্দরে অবতরণের পরপরই তাতে আগুন ধরে যায়। সূত্রের খবর, ঘটনার সময় বিমানটি বিমানবন্দরের গেটে দাঁড়িয়ে ছিল। যাত্রীরা বিমান থেকে নামছিলেন। ঠিক সেই সময় আগুন জ্বলে ওঠে।
এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানালেন, এদিন হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 315-এর সেফ অবতরণ করে। তারপর নির্দিষ্ট গেটে পার্কিংয়ের পরপরই অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (APU) আগুন ধরে যায়।
তিনি বলেন, ঘটনার সময় যাত্রীরা বিমান থেকে নামছিলেন। নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবেই APU বন্ধ হয়ে যায়। এর ফলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সমস্ত যাত্রী এবং ক্রু-কর্মীরা নিরাপদে নেমে আসেন। সকলেই নিরাপদে আছেন।
সংস্থার মুখপাত্র বলছেন, বিমানটিতে ঠিক কোন যান্ত্রিক ত্রুটি থেকে এমনটা হল, সেই বিষয়ে আরও তদন্ত প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে।
এই APU কী?
সহজ ভাষায়, বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (APU) একটি ছোট ইঞ্জিন। এটি মূলত বিমানের বিদ্যুৎ এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম চালানোর জন্য ব্যবহৃত হয়। এটি মূল ইঞ্জিন চালু হওয়ার আগে বা বন্ধ থাকার সময় বিমানে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে। APU সাধারণত বিমানের লেজের অংশে থাকে। বিমানের ককপিটের ইলেকট্রনিক সিস্টেম, লাইট, এবং কেবিন কুলিং চালু রাখতে APU গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়া APU-এর মাধ্যমে বিমানের মেন ইঞ্জিন চালু করার জন্য প্রয়োজনীয় এয়ার প্রেসারও তৈরি করা হয়।