scorecardresearch
 

Train Accident: নয়াদিল্লি-দারভাঙ্গা এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বগি

ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। বুধবার নয়াদিল্লি - দারভাঙ্গা (02570) এক্সপ্রেসের বগিতে হঠাতই আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের ইটাওয়া থেকে সারাই ভূপত রেলওয়ে স্টেশনের মাঝে এক অংশে এই ঘটনাটি ঘটেছে।

Advertisement
ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল।
হাইলাইটস
  • ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেলে। বুধবার নয়াদিল্লি - দারভাঙ্গা (02570) এক্সপ্রেসের বগিতে হঠাতই আগুন লেগে যায় বলে জানা গিয়েছে।
  • উত্তরপ্রদেশের ইটাওয়া থেকে সারাই ভূপত রেলওয়ে স্টেশনের মাঝে এক অংশে এই ঘটনাটি ঘটেছে।
  • সূত্রের খবর, হঠাতই দাউ-দাউ করে আগুনের কবলে পড়ে ট্রেনের একটি বগি। আগুন এতটাই তীব্র ছিল যে, বগিটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। বুধবার নয়াদিল্লি - দারভাঙ্গা (02570) এক্সপ্রেসের বগিতে হঠাতই আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের ইটাওয়া থেকে সারাই ভূপত রেলওয়ে স্টেশনের মাঝে এক অংশে এই ঘটনাটি ঘটেছে।

সূত্রের খবর, হঠাতই দাউ-দাউ করে আগুনের কবলে পড়ে ট্রেনের বগি। আগুন এতটাই তীব্র ছিল যে, বগিটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ট্রেনে সেই সময়ে ধারণক্ষমতার চেয়েও বেশি যাত্রী ছিল বলে জানা গিয়েছে। সৌভাগ্যবশত, আগুন দেখেই যাত্রীরা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান।

এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনাস্থলের ছবি ও ভিডিও দেখে অনুমেয় যে, দুর্ঘটনাটি ঠিক কতটা বিপজ্জনক। সিপিআরও-র মতে, ইটাওয়ার আগে সরাই ভূপত স্টেশনের মধ্যে দিয়ে ট্রেনটি যাচ্ছিস।

ঠিক সেই সময়েই স্টেশন মাস্টার স্লিপার কোচ থেকে প্রচুর ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন। সঙ্গে সঙ্গে ওয়াকি টকির মাধ্যমে স্টেশন মাস্টার ট্রেনের চালক ও গার্ডকে সেই বিষয়ে জানিয়ে দেন।

সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে ওই লাইনে বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেন। এর পর যাত্রীদের বিষয়টি জানানো হলেই তাঁরা দ্রুত বেরিয়ে আসেন। দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

তবে, বুধবার ১৫ নভেম্বর ট্রেনে আগুন লাগার ঘটনা এটিই প্রথম ঘটনা নয়। ভাগলপুর থেকে সমষ্টিপুরের জয়নগরগামী ইন্টারসিটি এক্সপ্রেসেও এদিন ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের খবর মিলেছে। ঘটনায় এক মহিলা রেলযাত্রীসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায়, আরপিএফ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

Advertisement