HMPV in India: ভারতে HMPV-র প্রথম কেস, চিন থেকে ছড়িয়ে পড়া নয়া ভাইরাসে আক্রান্ত ৮ মাসের শিশু

HMPV Case in India: এই ভাইরাস আক্রান্ত হলে সর্দি, কাশি শুরু হয়। গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া সমস্যা তৈরি হয়। খুব ছোট শিশু ও বৃদ্ধ বা প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হওয়ার আশঙ্কা। বিশেষ করে যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি। 

Advertisement
ভারতে HMPV-র প্রথম কেস, চিন থেকে ছড়িয়ে পড়া নয়া ভাইরাসে আক্রান্ত ৮ মাসের শিশুভারতে HMPV প্রথম কেস
হাইলাইটস
  • বেঙ্গালুরুতে ৮ মাসের শিশুর শরীরে HMPV
  • হিউম্যান মেটানিউমোনিয়া বা HMPV কী?
  • হিউম্যান মেটানিউমোনিয়া কি COVID-19 এর মতোই?

যে ভয় ছিল, সেটিই ঘটল। ভারতে HMPV ভাইরাসের প্রথম কেস রা পড়ল। যার নির্যাস, ভারতেও ঢুকে পড়ল চিনে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা নয়া ভাইরাস। জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি হাসাতালে ৮ মাসের এক শিশুর শরীরে HMPV ভাইরাস পাওয়া গিয়েছে।

বেঙ্গালুরুতে ৮ মাসের শিশুর শরীরে HMPV

বেঙ্গালুরুর স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, কোনও সরকারি হাসপাতালে টেস্ট হয়নি। প্রাইভেট হাসপাতালে টেস্টের রিপোর্টে পাওয়া গিয়েছে, ওই শিশুর শরীরে HMPV ভাইরাস রয়েছে। সরকারি আধিকারিকদের বক্তব্য, কোনও প্রাইভেট হাসপাতালে টেস্টের উপর ভিত্তি করে কোনও মন্তব্য করা যায় না। তাই এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

হিউম্যান মেটানিউমোনিয়া বা HMPV কী?

এই ভাইরাস আক্রান্ত হলে সর্দি, কাশি শুরু হয়। গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া সমস্যা তৈরি হয়। খুব ছোট শিশু ও বৃদ্ধ বা প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হওয়ার আশঙ্কা। বিশেষ করে যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি। 

 হিউম্যান মেটানিউমোনিয়া কি COVID-19 এর মতোই?

এইচএমপিভি ফ্লু-এর মতো উপসর্গ সৃষ্টি করে। ভাইরাস সাধারণত উপরের শ্বাসনালীকে প্রভাবিত করে। শীতকালে এবং বসন্তের শুরুতে HMPV সংক্রমণ বেশি হয়। যদিও HMPV এবং SARS-CoV-2 (COVID-19 এর জন্য দায়ী ভাইরাস) বিভিন্ন ভাইরাল পরিবারের অন্তর্গত, তাদের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। উভয় ভাইরাসই মূলত মানুষের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে, যার ফলে হালকা থেকে গুরুতর সংক্রমণ হয়।  উভয় ভাইরাসের সংক্রমণের লক্ষণ একই রকম, যেমন জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট। এইচএমপিভি শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদেরও প্রভাবিত করে।


POST A COMMENT
Advertisement