Suicide: আহমেদাবাদে বিষ খেয়ে আত্মহত্যা, একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু

গুজরাটের আহমেদাবাদ জেলার বাগোদারা গ্রামে এক ভয়াবহ ঘটনা। এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ সদস্যের নিথর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিষাক্ত তরল পান করেই তাঁরা আত্মহত্যা করেছেন।

Advertisement
আহমেদাবাদে বিষ খেয়ে আত্মহত্যা, একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু
হাইলাইটস
  • গুজরাটের আহমেদাবাদ জেলার বাগোদারা গ্রামে এক ভয়াবহ ঘটনা।
  • এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ সদস্যের নিথর দেহ।

গুজরাটের আহমেদাবাদ জেলার বাগোদারা গ্রামে এক ভয়াবহ ঘটনা। এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ সদস্যের নিথর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিষাক্ত তরল পান করেই তাঁরা আত্মহত্যা করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন স্বামী বিপুল কাঞ্জি ওয়াঘেলা (৩৪), যিনি রিকশা চালক হিসেবে কাজ করতেন, তাঁর স্ত্রী সোনাল (২৬), দুই কন্যাসন্তান (বয়স ১১ ও ৫) এবং এক পুত্রসন্তান (বয়স ৮)।

শনিবার ঘটনাটি সামনে আসতেই এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দাদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগোদারা থানার পুলিশ, সঙ্গে যোগ দেন স্থানীয় অপরাধ শাখা (LCB), স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (FSL) বিশেষজ্ঞরা।

কী বলছে পুলিশ?
আহমেদাবাদ (গ্রামীণ) জেলা পুলিশ সুপার ওম প্রকাশ জাট জানিয়েছেন, 'বাভলার এক ভাড়া বাড়িতে বিষাক্ত তরল পান করে একই পরিবারের পাঁচ সদস্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়।'

পুলিশ সূত্রে খবর, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বাগোদারা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে।

পরিবারের পরিচয়
এই পরিবারটি মূলত আহমেদাবাদের ঢোলকা এলাকার বাসিন্দা। তবে ঠিক কী কারণে তাঁরা এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও রহস্যাবৃত। পুলিশ ঘটনার পেছনের কারণ উদঘাটনে তৎপর হয়ে তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা, আর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—কেন এমন পথ বেছে নিলেন এক সাধারণ পরিবারের সদস্যরা?

 

POST A COMMENT
Advertisement