সোশ্যাল মিডিয়ায় 'রোমান্টিক' ভিডিও পোস্ট করে বিপাকে এক যুবক। যার মাশুল দিতে হল সোশ্যাল মিডিয়ায় লাইভ করে। রীতিমতো কান ধরে ক্ষমা চাইতে হল তাঁকে। ছত্তিশগড় পুলিশ হেফাজতে ওই যুবককে ক্ষমা চাওয়ানো হয়। গার্লফ্রেন্ডকে কোলে নিয়ে স্কুটি চালিয়েছিলেন ওই যুবক। সেই ভিডিও ফলাও করে পোস্টও করেছিলেন। প্রকাশ্যে আসতেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে পুলিশ।
বুধবার রাত ২টার দিকে বিলাসপুরে এ ঘটনা ঘটে। যুবককে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করার অভিযোকে ধরা হয়। সূত্রের খবর, টহল কেন্দ্রে পুলিশ উপস্থিত ছিল না। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই পুলিশ পদক্ষেপ করে। বৃহস্পতিবার, ট্রাফিক উপ-পুলিশ সুপার সঞ্জয় কুমার সাহু বলেন, “আমরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখেছি যেখানে সিভিল লাইন এলাকার ইমলিপাড়া রোডে একটি স্কুটিতে একজন যুবককে তার বান্ধবীর সঙ্গে রোমান্স করতে দেখা গেছে। আমরা অবিলম্বে গাড়ির নম্বরটি খুঁজে বের করেছি এবং মালিকের তথ্য সংগ্রহ করেছি। তারপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আসতে বলা হয়।"
জিজ্ঞাসাবাদের সময়, যুবকটি জানিয়েছে যে, স্কুটিটি তার বন্ধু হর্ষ তিওয়ারি চালাচ্ছিলেন। এরপর হর্ষকে থানায় ডাকা হয় বলে জানিয়েছেন সঞ্জয় কুমার সাহু। উনিশ বছর বয়সী হর্ষ কাওয়ার্ধার বাসিন্দা এবং ছড়িসগড়ের টিকরাপাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি কলেজের ছাত্র এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মোটরযান আইন ১৯৮৮-র অধীনে তাঁকে আটক করা হয়। এবং ট্রাফিক পুলিশ তাঁকে ৮,৮০০ টাকা জরিমানা করে। তাঁর বান্ধবীকে অবশ্য পুলিশ ডাকেনি।
আরও পড়ুন-স্টিয়ারিংয়ের সামনেই বিশাল সাপ, ড্রাইভার বসতে গিয়েই... হাড়-হিম ছবি