scorecardresearch
 

Heatwave Impact Food Prices: বড় বিপদ! তীব্র তাপপ্রবাহে বাড়তে পারে শাকসবজি-ফলের দাম, কেন?

বাড়ছে গরম। বইছে লু। এর জেরে এবার শাকসবজির দামও বাড়তে পারে। বাজারে শাকসবজি কিনতে গিয়ে ছ্যাঁকা খেতে পারেন। এমনই আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তীব্র গরমের দাপটে এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে চরম তাপপ্রবাহ বয়েছে। এখনও অব্যাহত গরমের দাপট। প্রবল গরমের জেরে মারাত্মক প্রভাব পড়তে পারে কৃষিতে। যার ফলেই দাম বাড়তে পারে শাকসবজির। বাড়তে পারে মুদ্রাস্ফীতি। 

Advertisement
তাপপ্রবাহের মধ্যেই নতুন বিপদ। তাপপ্রবাহের মধ্যেই নতুন বিপদ।
হাইলাইটস
  • বাজারে শাকসবজি কিনতে গিয়ে ছ্যাঁকা খেতে পারেন।
  • পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে চরম তাপপ্রবাহ বইছে।
  • দাম বাড়তে পারে শাকসবজির।

বাড়ছে গরম। বইছে লু। এর জেরে এবার শাকসবজির দামও বাড়তে পারে। বাজারে শাকসবজি কিনতে গিয়ে ছ্যাঁকা খেতে পারেন। এমনই আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তীব্র গরমের দাপটে এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে চরম তাপপ্রবাহ বয়েছে। এখনও অব্যাহত গরমের দাপট। প্রবল গরমের জেরে মারাত্মক প্রভাব পড়তে পারে কৃষিতে। যার ফলেই দাম বাড়তে পারে শাকসবজির। বাড়তে পারে মুদ্রাস্ফীতি। 

বিশেষজ্ঞদের মতে, চরম তাপপ্রবাহের কারণে চাষবাসে সমস্যা হতে পারে। ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মুদ্রাস্ফীতি বাড়তে পারে ৩০-৫০ বেসিস পয়েন্ট। 

ইতিমধ্যেই শাকসবজির দাম বেড়েছে। এ রাজ্যের বিভিন্ন বাজারে শাকসবজির দাম ঊর্ধ্বমুখী। গরমের জেরে নষ্ট হচ্ছে ফসল। ফলে আরও দাম বাড়তে পারে বলে আশঙ্কা। এই প্রসঙ্গে, ডিবিএস গ্রুপ রিসার্চের এগজিকিউটিভ ডিরেক্টর এবং সিনিয়র ইকোনমিস্ট রাধিকা রাও জানিয়েছেন, গরমের কারণে মুদ্রাস্ফীতি বাড়তে পারে। বেড়ে হতে পারে ৩০-৫০ বেসিস পয়েন্ট। CareEdge-এর চিফ ইকোনমিস্ট রজনী সিনহা জানিয়েছেন, যে হারে তাপপ্রবাহ চলছে, তাতে মারাত্মক প্রভাব পড়তে পারে কৃষিকাজে।

আরও পড়ুন

গত মার্চে উপভোক্তা মুদ্রাস্ফীতি কমে হয়েছিল ৪.৯ শতাংশ। কিন্তু খাবারে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল ৮.৫ শতাংশ। সবজির আকাশছোঁয়া দামবৃদ্ধির কারণেই এমনটা হয়েছিল। গরমের কারণে শুধু সবজি নয়, ফলেরও দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 


অন্য দিকে, গতকালই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁয়েছিল। যা গত ৫০ বছরে রেকর্ড। বুধবারও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দ্রুত বদলাবে আবহাওয়া। কমবে গরমের দাপট। এই অস্বস্তিকর গরমে একমাত্র স্বস্তি দিতে পারে বৃষ্টিই। কালবৈশাখীর অপেক্ষায় বসে সকলে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ৩দিন ধরে বৃষ্টি হতে পারে। কমবে গরমের দাপটও। চরম তাপপ্রবাহের মধ্যেই মঙ্গলবার সন্ধ্যার পর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের একাংশে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ বাকি জেলায় শনিবার পর্যন্ত এমনই দহনজ্বালা চলবে। অন্য দিকে, উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদার কোথাও কোথাও আজ লু বইতে পারে। 

Advertisement


 

TAGS:
Advertisement