Vikram Misri On Pakistan : ধর্মের রাজনীতির আশ্রয় নিচ্ছে পাকিস্তান, ইচ্ছাকৃতভাবে শিখদের হত্যা করছে : বিদেশ সচিব

পাকিস্তান ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে। প্রেস বিবৃতিতে দাবি করলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। তিনি জানান, পাকিস্তান শিখ ধর্মের মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে। পুঞ্চে একটি গুরুদুয়ারায় হামলা করেছে।

Advertisement
ধর্মের রাজনীতির আশ্রয় নিচ্ছে পাকিস্তান, ইচ্ছাকৃতভাবে শিখদের হত্যা করছে : বিদেশ সচিবVikram Misri
হাইলাইটস
  • পাকিস্তান ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে
  • প্রেস বিবৃতিতে দাবি করলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি

পাকিস্তান ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে। প্রেস বিবৃতিতে দাবি করলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। তিনি জানান, পাকিস্তান শিখ ধর্মের মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে। পুঞ্চে একটি গুরুদুয়ারায় হামলা করেছে। যার জেরে ১৬ জনের মৃত্যু হয়েছে। 

বিক্রম মিস্রি বলেন, 'গতকাল জম্মু ও কাশ্মীরের শিখ সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ করেছে পাকিস্তান। পুঞ্চের একটি গুরুদুয়ারায় হামলা চালায়। প্রাণ হারান ৩ জন। পুঞ্চে মোট ১৬ জন নাগরিক নিহত হয়েছেন। জখম বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।' 

বিদেশ সচিব ছবি দেখিয়ে আরও দাবি করেন, অপারেশন সিঁদুরের জেরে পাকিস্তানের যে সব সন্ত্রাসবাদীরা নিহত হয়েছে, তাদের শেষকৃত্যে সামিল হয়েছেন সেই দেশের সেনা অফিসাররা। এর থেকেই প্রমাণিত হয়, জঙ্গিদের সঙ্গ দেয় পাকিস্তান। সেই ছবি দেখিয়ে মিস্রি বলেন, 'আশ্চর্যজনকভাবে দেখা গেল, বেসামরিক নাগরিকদের শেষকৃত্যে সেনাকর্তারা উপস্থিত। জাতীয় পতাকায় শরীর মোড়া হয়েছিল। এমনকী রাষ্ট্রীয় সম্মানও দেওয়া হচ্ছে। এখান থেকেই পরিষ্কার, নিহত ব্যক্তিরা সন্ত্রাসবাদী ছিল। সন্ত্রাসীদের রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য করা পাকিস্তানে একটি প্রথা হতে পারে। কিন্তু, আমাদের কাছে অর্থবহ বলে মনে হয় না।' 

পাকিস্তানের তরফে দাবি করা হচ্ছে, ভারত বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে। হামলা করেছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে গতকালই জানিয়ে দেওয়া হয়, ভারতের এক ও একমাত্র লক্ষ্য হল জঙ্গিঘাঁটি নষ্ট করা। সেজন্য ৯ জঙ্গিঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত করা হয়েছে। আজও একই দাবি করেন বিদেশ সচিব।  

POST A COMMENT
Advertisement