হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি অসীম ঘোষ। দীর্ঘ রাজনৈতিক এবং শিক্ষাগত অভিজ্ঞতা-সম্বলিত এই বঙ্গসন্তান এবার দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বে।
কে অসীম ঘোষ?
অসীম ঘোষের জন্ম ১৯৪৪ সালে, হাওড়া জেলায়। তিনি হাওড়ার বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন।
দীর্ঘ শিক্ষাজীবন ও রাজনৈতিক যাত্রা
৩৮ বছরেরও বেশি সময় (১৯৬৬-২০০৪) তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেন। ১৯৯১ সালে তিনি বিজেপিতে যোগ দেন। ছিলেন বিজেপির রাজ্য বুদ্ধিজীবী সেলের সদস্য। ১৯৯৬ সালে রাজ্য সম্পাদক হন, পরে ১৯৯৮ সালে রাজ্য সহ-সভাপতির দায়িত্ব পান। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত। ছিলেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য (২০০৪-২০০৬)। বর্তমানে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে ন্যাশনাল কাউন্সিলের সদস্য হিসেবেও যুক্ত।
রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া
রাজনৈতিক মহল মনে করছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার জন্যই তাঁকে এই গুরুদায়িত্বে নিযুক্ত করা হয়েছে। হরিয়ানার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বের নিযুক্তি রাজ্য ও কেন্দ্র—উভয়েই ইতিবাচক বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।