Manmohan Singh: 'ইতিহাস আমার প্রতি সদয়তর হবে', প্রধানমন্ত্রিত্বের শেষবেলায় বলেছিলেন মনমোহন

সাল ২০১৪। প্রধানমন্ত্রিত্বের শেষবেলায় দাঁড়িয়েছিলেন মনমোহন সিং। সেই সময় বলেছিলেন যে, তাঁর নেতৃত্ব দুর্বল নয়। এ-ও বলেছিলেন, তাঁর আমলে সরকার যে কাজ করেছে, তা ইতিহাস মূল্যায়ন করবে। সংবাদমাধ্যম ও বিরোধীদের চেয়ে বেশি উদার হবে ইতিহাস। তাঁর কথায়, 'ইতিহাস আমার প্রতি সদয়তর হবে।'

Advertisement
'ইতিহাস আমার প্রতি সদয়তর হবে', প্রধানমন্ত্রিত্বের শেষবেলায় বলেছিলেন মনমোহনমনমোহন সিং।
হাইলাইটস
  • মনমোহন বলেছিলেন যে, তাঁর নেতৃত্ব দুর্বল নয়।
  • এ-ও বলেছিলেন, তাঁর আমলে সরকার যে কাজ করেছে, তা ইতিহাস মূল্যায়ন করবে।
  • তাঁর কথায়, 'ইতিহাস আমার প্রতি সদয়তর হবে।'

সাল ২০১৪। প্রধানমন্ত্রিত্বের শেষবেলায় দাঁড়িয়েছিলেন মনমোহন সিং। সেই সময় বলেছিলেন যে, তাঁর নেতৃত্ব দুর্বল নয়। এ-ও বলেছিলেন, তাঁর আমলে সরকার যে কাজ করেছে, তা ইতিহাস মূল্যায়ন করবে। সংবাদমাধ্যম ও বিরোধীদের চেয়ে বেশি উদার হবে ইতিহাস। তাঁর কথায়, 'ইতিহাস আমার প্রতি সদয়তর হবে।'

বৃহস্পতিবার রাতে ৯২ বছর বয়সে প্রয়াত হন দেশের আর্থিক সংস্কারের জনক মনমোহন। দলমত নির্বিশেষে সকলেই মনমোহনের দৃঢ়তা, সাহসিকতা, ভদ্রতা, নম্রতার কথাই স্মরণ করলেন। স্মৃতির পাতা থেকে উঠে এল মনমোহনের ওই উক্তি। 

'মৌনমোহন' বলে বিরোধীরা তাঁকে কটাক্ষ করতেন। নানা বিদ্রুপও করতেন। কিন্তু কখনও কারও সম্পর্কে বিরূপ মন্তব্য করেননি মনমোহন। শত কটাক্ষ শুনলেও কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি মনমোহন। আর এভাবেই রাজনীতির আঙিনায় সকলের থেকে আলাদা হয়ে রইলেন মনমোহন। সর্বদা মৃদুভাষী ছিলেন তিনি। চুপচাপ নিজের কাজ করে গিয়েছেন। দলমত নির্বিশেষে সকলেই একমত যে, অন্তরের গভীর থেকে মনমোহন ছিলেন একজন ভদ্র মানুষ। 

২০১৪ সালের জানুয়ারিতে দিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মনমোহন বলেছিলেন, 'আমি বিশ্বাস করি না যে আমি একজন দুর্বল প্রধানমন্ত্রী। আমি সততার সঙ্গে বিশ্বাস করি যে, ইতিহাস আমার কাছে সমসাময়িক মিডিয়া বা সংসদে বিরোধী দলের চেয়ে বেশি সদয় হবে। রাজনৈতিক বাধ্যবাধকতার মধ্যেও সাধ্যমত চেষ্টা করেছি।'

তিনি আরও বলেছিলেন, 'পরিস্থিতি অনুযায়ী আমি যতটা পেরেছি তা করেছি... আমি কী করেছি বা না করেছি তা ইতিহাসের সিদ্ধান্ত।' 


বৃহস্পতিবার রাতে প্রয়াত হন দেশের ২ বারের প্রধানমন্ত্রী। বয়স হয়েছিল ৯২। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে দিল্লি এমসের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।সেখানেই তাঁর মৃত্যু হয়। আজ শেষকৃত্য সম্পন্ন করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মোদী সরকার। শুক্রবার সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে। এদিন সকাল ১১টায় মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হতে পারে। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ অনেকে। 

Advertisement

POST A COMMENT
Advertisement