Punjab dgp Mohammad Mustafa: মন্ত্রীর ছেলের আত্মহত্যা না খুন? মৃত যুবকের বাবার সঙ্গে বউমার সম্পর্ক খতিয়ে দেখছে SIT

পাঞ্জাবের প্রাক্তন ডিজিপি মোহাম্মদ মুস্তাফা ও প্রাক্তন মন্ত্রী রাজিয়া সুলতানার পুত্র আকিল আখতারের মৃত্যু প্রথমে ‘আত্মহত্যা’ বলে ধরা হলেও, চার দিন পর তদন্তে চাঞ্চল্যকর মোড় নেয়। উঠছে গুরুতর অভিযোগ, পরিবারের মধ্যেই ষড়যন্ত্র, সম্পর্কের জটিলতা এবং মৃত্যুর সম্ভাব্য পরিকল্পনা। এখন প্রশ্ন একটাই, এই মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি এক পরিকল্পিত হত্যাকাণ্ড? উত্তর খুঁজছে সিট (SIT)।

Advertisement
মন্ত্রীর ছেলের আত্মহত্যা না খুন? মৃত যুবকের বাবার সঙ্গে বউমার সম্পর্ক খতিয়ে দেখছে SITপাঞ্জাবের প্রাক্তন ডিজিপি মোহাম্মদ মুস্তাফা ও প্রাক্তন মন্ত্রী রাজিয়া সুলতানা।-ফাইল ছবি
হাইলাইটস
  • পাঞ্জাবের প্রাক্তন ডিজিপি মোহাম্মদ মুস্তাফা ও প্রাক্তন মন্ত্রী রাজিয়া সুলতানার পুত্র আকিল আখতারের মৃত্যু প্রথমে ‘আত্মহত্যা’ বলে ধরা হলেও, চার দিন পর তদন্তে চাঞ্চল্যকর মোড় নেয়।
  • উঠছে গুরুতর অভিযোগ, পরিবারের মধ্যেই ষড়যন্ত্র, সম্পর্কের জটিলতা এবং মৃত্যুর সম্ভাব্য পরিকল্পনা।

পাঞ্জাবের প্রাক্তন ডিজিপি মোহাম্মদ মুস্তাফা ও প্রাক্তন মন্ত্রী রাজিয়া সুলতানার পুত্র আকিল আখতারের মৃত্যু প্রথমে ‘আত্মহত্যা’ বলে ধরা হলেও, চার দিন পর তদন্তে চাঞ্চল্যকর মোড় নেয়। উঠছে গুরুতর অভিযোগ, পরিবারের মধ্যেই ষড়যন্ত্র, সম্পর্কের জটিলতা এবং মৃত্যুর সম্ভাব্য পরিকল্পনা। এখন প্রশ্ন একটাই, এই মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি এক পরিকল্পিত হত্যাকাণ্ড? উত্তর খুঁজছে সিট (SIT)।

পঞ্চকুলার সেক্টর ৪-এর বাড়িতে ৩৫ বছর বয়সী আইনজীবী আকিল আখতারকে তার পরিবার অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও, চার দিনের মধ্যেই পাল্টে যায় পুরো পরিস্থিতি।

২০ অক্টোবর, আকিলের প্রতিবেশী শামসুদ্দিন পঞ্চকুলা পুলিশে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, আকিলের মৃত্যুর আগে করা কিছু ভিডিও বার্তায় সে নিজের পরিবারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করে গেছে। তাঁর অভিযোগ ভিডিওতে আকিল বলেন, 'বাবা এবং আমার স্ত্রীর মধ্যে সম্পর্ক রয়েছে। আমার মা, বোন সবাই মিলে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। আমাকে পাগল প্রমাণ করতে চায়, যাতে আমি কিছু বললে কেউ বিশ্বাস না করে।'

এই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন ডিজিপি মুস্তাফা, প্রাক্তন মন্ত্রী রাজিয়া সুলতানা, আকিলের স্ত্রী ও বোনের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের ধারায় FIR দায়ের হয়েছে। পঞ্চকুলা ডিসিপি সৃষ্টি গুপ্তা জানিয়েছেন, একজন এসিপি-স্তরের অফিসার নেতৃত্বে SIT গঠন করা হয়েছে। তদন্তের মূল প্রশ্নগুলো হল, আকিল আত্মহত্যা করেছেন, না কি তাঁকে খুন করা হয়েছে?

বাবার সঙ্গে স্ত্রীর সম্পর্কের দাবি কতটা সত্য? আকিলের মানসিক সমস্যা ছিল, না কি তাঁকে ইচ্ছাকৃতভাবে পাগল প্রমাণ করা হচ্ছিল? ভিডিওটি আকিল স্বেচ্ছায় রেকর্ড করেছেন, নাকি কোনও চাপের মুখে? ডিজিটাল ফরেনসিক টিম ইতিমধ্যে মোবাইল, ল্যাপটপ, ইমেল, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখা শুরু করেছে। 

Advertisement

রাজিয়া সুলতানা এক বিবৃতিতে বলেন, 'আমাদের ছেলে দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিল। চিকিৎসাধীনও ছিল। এই দুঃখজনক ঘটনার মধ্যেও কিছু লোক রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করছে।'

 

POST A COMMENT
Advertisement