Free Ration Till Next Year: COVID ভ্রুকুটির মাঝে আরও ১ বছর ফ্রি রেশন, সিদ্ধান্ত কেন্দ্রের

Free Ration Till Next Year: ক্যাবিনেট মিটিং শেষে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া নিয়ে কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত। শুক্রবার, মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে দেশের ৮০ কোটি মানুষকে আরও এক বছরের বিনামূল্যে রেশন দেওয়া হবে। এতে কেন্দ্র সরকারের ওপর অতিরিক্ত ২ লক্ষ কোটি টাকার বোঝা বাড়বে। 

Advertisement
COVID ভ্রুকুটির মাঝে আরও ১ বছর ফ্রি রেশন, সিদ্ধান্ত কেন্দ্রের ৮০ কোটি মানুষকে আরও ১ বছর বিনামূল্যে রেশন
হাইলাইটস
  • ক্যাবিনেট মিটিং শেষে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া নিয়ে কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত
  • দেশের ৮০ কোটি মানুষকে আরও এক বছরের বিনামূল্যে রেশন দেওয়া হবে
  • কেন্দ্র সরকারের ওপর অতিরিক্ত ২ লক্ষ কোটি টাকার বোঝা বাড়বে।

Free Ration Till Next Year: ক্যাবিনেট মিটিং শেষে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া নিয়ে কেন্দ্র সরকারের (Central Government) বড় সিদ্ধান্ত। শুক্রবার, মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে দেশের ৮০ কোটি মানুষকে আরও এক বছরের বিনামূল্যে রেশন (free ration) দেওয়া হবে। এতে কেন্দ্র সরকারের ওপর অতিরিক্ত ২ লক্ষ কোটি টাকার বোঝা বাড়বে। 

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, রেশনের জন্য দরিদ্রদের এক টাকাও দিতে হবে না। এই প্রকল্পে সরকার প্রতি বছর ২ লক্ষ কোটি টাকা খরচ করছে। কেন্দ্রীয় খাদ্য ও জনবন্টন মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে সরকার যথাক্রমে প্রতি কেজি ৩,২,১ টাকা হারে চাল, গম এবং মোটা শস্য সরবরাহ করে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এটি সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে বলেছিলেন, সেপ্টেম্বরে সরকার এই প্রকল্পের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন মাসের জন্য বাড়িয়েছিল। কোভিডের সময়ে দরিদ্র মানুষকে ত্রাণ দেওয়ার জন্য এই স্কিম আনা হয়েছিল। গত ২৮ মাসে, সরকার গরিবদের বিনামূল্যে রেশনের জন্য ১.৮০ লক্ষ কোটি টাকা খরচ করেছে।

কোভিড সঙ্কটে এই স্কিমটি শুরু হয়
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কোভিড সঙ্কটের সময় ২০২০ সালের মার্চ মাসে বাস্তবায়িত হয়েছিল। দেশের ৮০ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এর আওতায় বিপিএল কার্ডধারী পরিবারগুলিকে প্রতি মাসে ৮ কেজি গম ও ১ কেজি চাল বিনামূল্যে দেওয়া হয়। গত কয়েক মাস ধরে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে।

এর আগে স্কিমটি ৩ মাসের জন্য বাড়ানো হয়েছিল
স্কিমটি ২০২০ সালের মার্চ মাসে প্রথম ধাপে ৩ মাসের জন্য অর্থাৎ এপ্রিল-জুন ২০২০-এ প্রয়োগ করা হয়েছিল। এখনও অবধি এই প্রকল্পের ৭টি পর্যায় হয়েছে। ২০২২ মার্চ মাসে, এটি ৬ মাস অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। তারপরে তিন মাস অর্থাৎ ডিসেম্বর এবং এখন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পটি এক বছরের জন্য বাড়িয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement