scorecardresearch
 

Manipur Violence: নতুন করে রক্তাক্ত, ফের জ্বলছে মণিপুর, গ্রামের পর গ্রাম 'শ্মশান'

জিরিবাম সহ মণিপুরের যেখানে যেখানে ড্রোন ও রকেট হামলা হয়েছে, সেই গ্রামগুলিতে ইন্ডিয়া টুডে-র প্রতিনিধি গিয়ে যা দেখলেন, তা এককথায় নৃশংসতা বলাই যায়। ইম্ফলের পশ্চিমে কওত্রুক জেলায় যুদ্ধক্ষেত্র। গ্রামের পর গ্রাম জ্বলছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়-ঘর। বাতাসে বারুদের উত্‍কট গন্ধ। যেন মৃত্যুপুরী। 

Advertisement
মণিপুর হিংসা মণিপুর হিংসা
হাইলাইটস
  • গ্রামের পর গ্রাম মৃত্যুপুরী, শ্মশানের স্তব্ধতা
  • ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের টহল 
  • গ্রামবাসীরাও অস্ত্র, বুলেটপ্রফু জ্যাকেট পরে পাহারায়   

মণিপুর ফের রক্তাক্ত। উত্তর-পূর্ব ভারতের এই গুরুত্বপূর্ণ রাজ্যে ফের হিংসার আগুন জ্বলতে শুরু করল। কুকি সম্প্রদায়ের সন্দেহভাজন জঙ্গিরা রাজ্যজুড়ে ড্রোন, রকেট হামলা চালাচ্ছে। ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নিরাপত্তারক্ষীও রয়েছেন। মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে যে গৃহযুদ্ধ ২০২৩ সালে ৩ মে শুরু হয়েছিল, তা এখনও চলছে। বলা যেত পারে, আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

গ্রামের পর গ্রাম মৃত্যুপুরী, শ্মশানের স্তব্ধতা

জিরিবাম সহ মণিপুরের যেখানে যেখানে ড্রোন ও রকেট হামলা হয়েছে, সেই গ্রামগুলিতে ইন্ডিয়া টুডে-র প্রতিনিধি গিয়ে যা দেখলেন, তা এককথায় নৃশংসতা বলাই যায়। ইম্ফলের পশ্চিমে কওত্রুক জেলায় যুদ্ধক্ষেত্র। গ্রামের পর গ্রাম জ্বলছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়-ঘর। বাতাসে বারুদের উত্‍কট গন্ধ। যেন মৃত্যুপুরী। 

আরও পড়ুন

ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের টহল 

ওই গ্রামগুলিতে কেউ বাড়ি থেকে বেরচ্ছেন না। প্রশাসনের নির্দেশ, খুব প্রয়োজন না হলে বাইরে বেরনো যাবে না।  ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন (IRB) টহল দিচ্ছে প্রতিটি গ্রামে। হাতে স্নিফার রাইফেল। 

গ্রামবাসীরাও অস্ত্র, বুলেটপ্রফু জ্যাকেট পরে পাহারায়   

নিরাপত্তা বাহিনীর উপরে ভরসা করছেন না গ্রামবাসীরা। তাই তাঁরাও হামলা রুখতে প্রস্তুত। শক্তিালী দূরবীন নিয়ে পাহারা দিচ্ছেন গ্রামেমানুষ। হাতে হাই-টেক ওয়াকি টকি, পরনে বুলেটপ্রুফ জ্যাকেট, বন্দুক। রাজ্য পুলিশ জানিয়েছে, কুকি জঙ্গিরা রকেট এবং মর্টার দিয়ে হামলা চালাচ্ছে। বিষ্ণুপুর জেলার দু’জায়গায় বসতি এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালানোর সময় ২১টি অত্যাধুনিক অস্ত্র, ২১টি বিস্ফোরক, প্রচুর গ্রেনেড উদ্ধার হয়েছে। চূড়াচাঁদপুরে জঙ্গিদের তিনটি বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে বাহিনী। 

Advertisement