সিমরন বালা।-ফাইল ছবিভারত যখন ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই কর্তব্যপথে তৈরি হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত। মাত্র ২৬ বছর বয়সে সহকারী কমান্ড্যান্ট সিমরন বালা হয়ে উঠছেন সেই প্রথম মহিলা অফিসার, যিনি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (CRPF) সম্পূর্ণ একটি পুরুষ দলকে নেতৃত্ব দেবেন।
২৬ জানুয়ারি নয়াদিল্লির কর্তব্যপথে আনুষ্ঠানিক পদযাত্রার সময় সিমরানের নেতৃত্বে পা মেলাবেন ১৪০ জনেরও বেশি পুরুষ জওয়ান। দেশের বৃহত্তম আধাসামরিক বাহিনীর ইতিহাসে এই ঘটনা যেমন বিরল, তেমনই তা নারীদের নেতৃত্বের ক্ষেত্রে এক শক্তিশালী মাইলফলক।
সীমান্তের শহর থেকে কর্তব্যপথের মঞ্চ
জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্তবর্তী শহর নওশেরা— সেখান থেকেই সিমরন বালার যাত্রা শুরু। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি বেড়ে ওঠা এই তরুণীর জীবনে শৃঙ্খলা, কর্তব্য ও দায়িত্ববোধ ছিল দৈনন্দিন বাস্তবতা। তবে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ কুচকাওয়াজে একদিন তিনি নেতৃত্ব দেবেন, তা একসময় ছিল কল্পনারও বাইরে।
সিমরন তাঁর জেলার প্রথম মহিলা CRPF অফিসার, যা নিরাপত্তা-সংবেদনশীল এই অঞ্চলে নিঃসন্দেহে একটি বিশেষ তাৎপর্য বহন করে।