scorecardresearch
 

North Bengal To Kumbh: উত্তরবঙ্গ থেকে কুম্ভ পর্যন্ত ২ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেল, টাইম টেবল

রেল সূত্রে খবর, স্পেশাল ট্রেন নম্বর ০৫৬১১ (কামাখ্যা-টুন্ডলা) ট্রেনটি ৯ ও ২৫ জানুয়ারি সকাল সাড়ে ৫টায় কামাখ্যা থেকে রওনা হয়ে পরের দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে টুন্ডলা পৌঁছাবে। একইভাবে  ফেব্রুয়ারি মাসের ৮ ও ২২ ফেব্রুয়ারি এই ট্রেনটি একইভাবে কামাখ্যা থেকে সকাল সাড়ে ৫টায় রওনা হয়ে পরের দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে টুন্ডলা পৌঁছাবে।

Advertisement
উত্তরবঙ্গ থেকে কুম্ভ পর্যন্ত ২ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেল, টাইম টেবল উত্তরবঙ্গ থেকে কুম্ভ পর্যন্ত ২ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেল, টাইম টেবল

North Bengal To Kumbh: কুম্ভের জন্য পুণ্যার্থীদের সুবিধায় কামাখ্যা ও নহরলগাঁও স্টেশন থেকে টুন্ডলা স্টেশনের মধ্যে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (NFR)। ট্রেনগুলি উভয় দিকে চারটি ট্রিপ দেবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানান, কুম্ভ যাত্রীদের সুবিধায় এই স্পেশাল ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল সূত্রে খবর, স্পেশাল ট্রেন নম্বর ০৫৬১১ (কামাখ্যা-টুন্ডলা) ট্রেনটি ৯ ও ২৫ জানুয়ারি সকাল সাড়ে ৫টায় কামাখ্যা থেকে রওনা হয়ে পরের দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে টুন্ডলা পৌঁছাবে। একইভাবে  ফেব্রুয়ারি মাসের ৮ ও ২২ ফেব্রুয়ারি এই ট্রেনটি একইভাবে কামাখ্যা থেকে সকাল সাড়ে ৫টায় রওনা হয়ে পরের দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে টুন্ডলা পৌঁছাবে। অপরদিকে, ফেরত যাত্রায় স্পেশাল ট্রেন নম্বর ০৫৬১২ (টুন্ডলা-কামাখ্যা) ট্রেনটি ১১ ও ২৭ জানুয়ারি ভোর ৩টায় টুন্ডলা থেকে রওনা হয়ে পরের দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে কামাখ্যায় এসে পৌঁছাবে। একইভাবে ট্রেনটি ১০ ও ২৪ ফেব্রুয়ারি ভোর ৩টায় টুন্ডলা থেকে রওনা হয়ে পরের দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে কামাখ্যায় এসে পৌঁছাবে। এই উভয় দিকে যাত্রাপথে স্পেশাল ট্রেনটি অসমের রঙ্গিয়া হয়ে নিউ বঙ্গাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিশনগঞ্জ, মালদা টাউন, ভাগলপুর, পাটনা, প্রয়াগরাজ ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে।

একইভাবে ০৫৮১১ (নাহরলগুন–টুন্ডলা) স্পেশাল ট্রেনটি নাহরলগুন স্টেশন থেকে ৯ ও ২৫ জানুয়ারি  দুপুর আড়াইটায় রওনা দিয়ে তৃতীয় দিন সকাল সাড়ে ৬টায় টুন্ডলা পৌঁছাবে। একইভাবে ট্রেনটি ৮ ও ২২ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় নাহরলগুন স্টেশন থেকে রওনা দিয়ে তৃতীয় দিন সকাল সাড়ে ৬টায় টুন্ডলা পৌঁছাবে। ফিরতি যাত্রায় ০৫৮১২ নম্বর (টুন্ডলা – নাহরলগুন) স্পেশাল ট্রেনটি ১১ ও ২৭ জানুয়ারি সকাল ১১টা ২০ মিনিটে টুন্ডলা থেকে রওনা হয়ে যাত্রার তৃতীয় দিনে সকাল ৫টা ৫০ মিনিটে কামাখ্যা পৌঁছাবে। একইভাবে ট্রেনটি ফেব্রুয়ারি মাসের ১০ ও ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টা ২০ মিনিটে টুন্ডলা থেকে রওনা হয়ে যাত্রার তৃতীয় দিনে সকাল ৫টা ৫০ মিনিটে কামাখ্যা পৌঁছাবে। উভয় দিকের যাত্রাপথে ট্রেনটি রাঙ্গাপাড়া নর্থ, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বারাউনি, দানাপুর, প্রয়াগরাজ ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে। ট্রেনগুলিতে এসি ক্লাস, স্লিপার ক্লাস এবং জেনারেল সিটিং কোচ সহ যথাক্রমে ২২টি ও ২১টি করে কোচ থাকবে।

Advertisement

 

Advertisement