scorecardresearch
 
Advertisement

G20 Summit 2023 delhi LIVE: ভারতের সভাপতিত্বে জি২০ সবচেয়ে ফলপ্রসূ: সম্মেলনের শেরপা অমিতাভ কান্ত

Aajtak Bangla | নয়াদিল্লি | 09 Sep 2023, 5:13 PM IST

G20 Summit 2023: এসে গেল সেই দিন। G20 Summit 2023-এ আয়োজক ভারত। সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ অর্থাত্‍ শনিবার সম্মেলনের প্রথম দিন। দিল্লিতে ভারত মণ্ডপম সেজে উঠেছে। গোটা দিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তা। জলবায়ু পরিবর্তন, ঋণ, খাদ্য সুরক্ষা, জিওপলিটিক্যাল অচলাবস্থা, আর্থিক মন্দার মতো বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে চর্চা হবে। ভারতে আয়োজিত এই বছর জি২০-র থিম 'One Earth, One Family, One Future'।

G20 বৈঠকের সাফল্য কথা জানালেন জয়শঙ্কর ও সীতারমন।  G20 বৈঠকের সাফল্য কথা জানালেন জয়শঙ্কর ও সীতারমন।

G20 Summit 2023: এসে গেল সেই দিন। G20 Summit 2023-এ আয়োজক ভারত। সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ অর্থাত্‍ শনিবার সম্মেলনের প্রথম দিন। দিল্লিতে ভারত মণ্ডপম সেজে উঠেছে। গোটা দিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তা। জলবায়ু পরিবর্তন, ঋণ, খাদ্য সুরক্ষা, জিওপলিটিক্যাল অচলাবস্থা, আর্থিক মন্দার মতো বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে চর্চা হবে। ভারতে আয়োজিত এই বছর জি২০-র থিম 'One Earth, One Family, One Future'।

5:13 PM (1 বছর আগে)

জি২০ সম্মেলনে নয়াদিল্লি লিডার্স ঘোষণাপত্রে মঞ্জুরি

Posted by :- Subhankar Mitra

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান,'দারুণ সুখবর। আমাদের কঠোর পরিশ্রম এবং সকলের সহযোগিতায় G20 নেতৃত্ব ইশতাহারে সম্মত হয়েছে। G20 নেতাদের শীর্ষ সম্মেলনের ইশতাহারের বিষয়ে ঐকমত্য হয়েছে। এই উপলক্ষে আমি শেরপাদের, মন্ত্রীদের অভিনন্দন জানাই, যাঁরা এজন্য কঠোর পরিশ্রম করেছেন। এটা সম্ভব হয়ে উঠেছে। 

#NewdelhiLeaders Declaration নিম্নলিখিত বিষয়গুলিতে জোর দেওয়া গয়েছে

- শক্তিশালী, দীর্ঘমেয়াদি,ভারসাম্যপূর্ণ এবং সকলের জন্য আর্থিক বৃদ্ধি।
- টেকসই উন্নয়নের লক্ষ্যে অগ্রগতি নিশ্চিত করা। 
- ভবিষ্যতের জন্য গ্রিন ডেভলপমেন্ট  চুক্তি।
- একবিংশ শতকের জন্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান।
- বহুপাক্ষিক মতামত আদানপ্রাদন নতুন করে শুরু করা। 
 

5:06 PM (1 বছর আগে)

মহিলাদের অংশীদারিত্ব নিয়ে কথা: সীতারমন

Posted by :- Subhankar Mitra

ইশতাহারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ রয়েছে। আমাদের কাছে  সুযোগ রয়েছে সুন্দর ভবিষ্যৎ তৈরির। দারিদ্র ও যুদ্ধের মধ্যে কোনও একটাকে বেছে নেওয়া উচিত নয়। মহিলাদের অংশীদারিত্ব বাড়ানো নিয়েও সিদ্ধান্ত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে মহিলাদের আরও বেশি করে শামিল করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: নির্মলা সীতারমন    
 

5:00 PM (1 বছর আগে)

একমত হয়েছে গোটা বিশ্ব: সীতারমন

Posted by :- Subhankar Mitra

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন,'G20 সভাপতিত্বে প্রতিটি সদস্য দেশের কথা মাথায় রেখে সমাধান তৈরি করেছে ভারত। ব্যাঙ্কিং ক্ষেত্রে উন্নয়ন নিয়ে সমঝোতা হয়েছে। ক্রিপ্টো সম্পদের বিষয়ে স্পষ্ট নীতির জন্য চেষ্টা আরও জোরালো হয়েছে। একমত হয়েছে গোটা বিশ্ব।'

4:55 PM (1 বছর আগে)

ডিজিটাল পরিকাঠামোর উন্নয়নে জোর: জয়শঙ্কর

Posted by :- Subhankar Mitra

এস জয়শঙ্কর আরও বলেন, 'খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং প্রযুক্তির  ব্যাপারে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যৎ জোটের কথাও রয়েছে। G20-র  ইশতাহারে ডিজিটাল পরিকাঠামোর উন্নতির উপর নজর দেওয়া হয়েছে। G-20 বিশ্বের জন্য ভারতকে তৈরি করতে এবং বিশ্বকে ভারতের জন্য প্রস্তুত তৈরি অবদান রেখেছে।'

Advertisement
4:52 PM (1 বছর আগে)

ভারতের সংস্কৃতি প্রদর্শনের বড় মঞ্চ: জয়শঙ্কর

Posted by :- Subhankar Mitra

G-20 সম্পর্কে এস জয়শঙ্কর বলেন,'G20 সামাজিক অংশীদারিত্ব এবং আমাদের সংস্কৃতি প্রদর্শনের দুর্দান্ত সুযোগ। ভারতকে বিশ্বের জন্য তৈরি করেছে।'

4:31 PM (1 বছর আগে)

ভারতের সভাপতিত্বে জি২০ বৈঠকে ইতিবাচক ফল: সীতারমন

Posted by :- Subhankar Mitra

ইতিবাচক ফল হয়েছে জি২০ বৈঠকে। যা উন্নতশীল দেশগুলিকে এগিয়ে নিয়ে যাবেন। ভারতের সভাপতিত্বে জি২০ বৈঠকে কথা মতোই কাজ হয়েছে: নির্মলা সীতারমন

4:27 PM (1 বছর আগে)

ইসতাহারে শান্তি ও সমৃদ্ধির কথা: অমিতাভ কান্ত

Posted by :- Subhankar Mitra

G20 নেতাদের ইসতাহারে শান্তি ও সমৃদ্ধির কথা বলা হয়েছে বলে জানালেন শেরপা অমিতাভ কান্ত। তিনি বলেন,'সকল উন্নয়ন এবং ভূ-রাজনৈতিক বিষয়ে ১০০ শতাংশ সম্মতি রয়েছে।'

2:50 PM (1 বছর আগে)

সুনকের সঙ্গে বৈঠক করলেন মোদী

Posted by :- Arindam

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সুনকের সঙ্গে বৈঠকে মোদী
সুনকের সঙ্গে বৈঠকে মোদী
2:10 PM (1 বছর আগে)

মোদী সরকারকে নিশানা রাহুলের

Posted by :- Arindam

বিশ্বের দরবারে সত্যিটাকে লুকনোর চেষ্টা কেন করছে কেন্দ্রীয় সরকার? কোনও দরকার নেই। G20 সামিট ইস্যুতে মোদী সরকারকে নিশানা রাহুল গান্ধীর।

Advertisement
2:08 PM (1 বছর আগে)

দিল্লিতে মার্কিন দূতাবাসে বাইডেন

Posted by :- Arindam

G20 সামিটের ফাঁকে দিল্লিতে মার্কিন দূতাবাসের কর্মীদের সঙ্গে দেখা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন দূতাবাসে জো বাইডেন
মার্কিন দূতাবাসে জো বাইডেন
11:32 AM (1 বছর আগে)

জি২০ গোষ্ঠীর স্থায়ী সদস্য আফ্রিকান ইউনিয়ন

Posted by :- Arindam

G20 গোষ্ঠীতে স্থায়ী সদস্য করা হল আফ্রিকান ইউনিয়নকে। অর্থাত্‍ আফ্রিকা মহাদেশের সব দেশ এবার জি২০ গোষ্ঠীর সদস্য। 

10:54 AM (1 বছর আগে)

জি২০ সামিটে সবাইকে স্বাগত জানালেন মোদী

Posted by :- Arindam

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, করোনা মহামারির পরে বিশ্বে বিশ্বাসজনিত সঙ্কট তৈরি হয়েছে। যুদ্ধ এই সঙ্কটকে আরও বাড়িয়ে দিয়েছে। নিজেরা আলোচনা করে এই সঙ্কটকে কাটাতে পারি। এটাই একসঙ্গে চলার সময়।

10:46 AM (1 বছর আগে)

G20 সামিটে ভাষণ দিচ্ছেন মোদী

Posted by :- Madhurma Dev

ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে G20 সামিট অনুষ্ঠান শুরু। উদ্বোধনী ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মরক্কোতে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেন।

10:41 AM (1 বছর আগে)

ভারত মণ্ডপম কনভেনশন সেন্টার

Posted by :- Arindam

G20 সামিট উপলক্ষে সেজে উঠেছে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টার। দেখুন।

ভারত মণ্ডপম কনভেনশন সেন্টার
ভারত মণ্ডপম কনভেনশন সেন্টার
Advertisement
10:29 AM (1 বছর আগে)

জো বাইডেনকে করমর্দন, স্বাগত জানালেন মোদী

Posted by :- Madhurma Dev

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে করমর্দন করে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাইডেনকে কোনারকের চাকার বর্ণনা দিলেন মোদী।

10:26 AM (1 বছর আগে)

চিনের প্রিমিয়ারকে স্বাগত জানালেন মোদী

Posted by :- Arindam

G20 সামিটে যোগ দিতে দিল্লিতে চিনের প্রিমিয়ার লি কিয়াং। ভারত মণ্ডপমে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

10:21 AM (1 বছর আগে)

জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পৌঁছলেন রাশিয়ার বিদেশমন্ত্রী

Posted by :- Madhurma Dev

রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জি২০ শীর্ষ সম্মেলনের ভারত মণ্ডপমে পৌঁছেছেন।

10:16 AM (1 বছর আগে)

সুনককে স্বাগত জানালেন মোদী

Posted by :- Arindam

G20 সামিটে যোগ দিতে শুক্রবারই দিল্লি এসে গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। আজ ভাত মণ্ডপমে তাঁকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঋষি সুনককে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
ঋষি সুনককে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
10:15 AM (1 বছর আগে)

পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক

Posted by :- Madhurma Dev

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ভারত মণ্ডপমে পৌঁছেছেন। গতকালই দিল্লিতে সস্ত্রীক হাজির হয়েছেন তিনি।

 

 

Advertisement
10:10 AM (1 বছর আগে)

পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা

Posted by :- Madhurma Dev

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা জি২০ শীর্ষ সম্মেলনের ভারত মণ্ডপমে পৌঁছেছেন।