Ghaziabad woman dies: কাঠমান্ডুর হোটেলে আগুন বিক্ষোভকারীদের, মৃত্যু ভারতীয় মহিলার 

নেপালে চলা হিংসা বিক্ষোভের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কাঠমান্ডুর একটি হোটেলে আগুন লাগার ঘটনায় গাজিয়াবাদের এক মহিলা প্রাণ হারিয়েছেন। মৃতার নাম রাজেশ গোলা, যিনি গাজিয়াবাদের পরিবহন ব্যবসায়ী রামবীর সিং গোলার স্ত্রী।

Advertisement
কাঠমান্ডুর হোটেলে আগুন বিক্ষোভকারীদের, মৃত্যু ভারতীয় মহিলার 
হাইলাইটস
  • নেপালে চলা হিংসা বিক্ষোভের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।
  • কাঠমান্ডুর একটি হোটেলে আগুন লাগার ঘটনায় গাজিয়াবাদের এক মহিলা প্রাণ হারিয়েছেন।

নেপালে চলা হিংসা বিক্ষোভের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কাঠমান্ডুর একটি হোটেলে আগুন লাগার ঘটনায় গাজিয়াবাদের এক মহিলা প্রাণ হারিয়েছেন। মৃতার নাম রাজেশ গোলা, যিনি গাজিয়াবাদের পরিবহন ব্যবসায়ী রামবীর সিং গোলার স্ত্রী।

ঘটনা ঘটে মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর। দম্পতি নেপাল ভ্রমণে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভকারীরা কাঠমান্ডুর হায়াত হোটেলে আগুন লাগিয়ে দেয়। সেই সময় ওই হোটেলেই ছিলেন রাজেশ ও তার স্বামী। আগুন লাগার পর সেনা নামানো হয় এবং পর্যটকদের উদ্ধার করতে দড়ি ব্যবহার করা হয়। উদ্ধারের  সময় হাতল পিছলে নিচে পড়ে যান রাজেশ গোলা এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার স্বামী রামবীর সিং গোলা গুরুতর আহত অবস্থায় বর্তমানে কাঠমান্ডুর টিচার্স ইনস্টিটিউট মেডিকেল ফ্যাসিলিটিতে চিকিৎসাধীন।

মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, দু দিন কেটে গেলেও এখনও ময়নাতদন্ত করা হয়নি। দম্পতির ছেলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমরা দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সড়কপথে ভারতে ফেরার চেষ্টা করছি। আশা করছি আগামীকাল সকালের মধ্যে গাজিয়াবাদ পৌঁছে যাব।'

এদিকে, গাজিয়াবাদের পারিবারিক বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন বাড়িতে। পরিবারের একমাত্র লক্ষ্য এখন দ্রুত মৃতদেহ দেশে ফিরিয়ে আনা।

 

POST A COMMENT
Advertisement