Babri Masjid: মুর্শিদাবাদে বাবরি মসজিদ, 'ডিরেক্ট অ্যাকশন ডে' তুলে মমতাকে নিশানা BJP-র গিরিরাজের

বাংলাতে তৈরি হচ্ছে বাবরি মসজিদ। তৈরি করার উদ্যোগ নিয়েছেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন গিরিরাজ সিং। কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন, 'ডিরেক্ট অ্যাকশন ডে-এর মতো হিন্দুদের উপর কি গুলি চালানো হবে বাংলায়?'

Advertisement
 মুর্শিদাবাদে বাবরি মসজিদ, 'ডিরেক্ট অ্যাকশন ডে' তুলে মমতাকে নিশানা BJP-র গিরিরাজেরগিরিরাজ সিং ও মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • বাংলায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে ফুঁসে উঠলেন গিরিরাজ সিং
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর
  • ডিরেক্ট অ্যাকশন ডে-এর মতো হিন্দুদের উপর কি গুলি চালানো হবে? প্রশ্ন গিরিরাজের

তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন। আগামী ৬ ডিসেম্বর, অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিন বঙ্গের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করার ডাক দিয়েছেন। এই নিয়ে এবার তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। মমতা বন্দ্যোপাধ্যায় কি 'ডিরেক্ট অ্যাকশন ডে'-এর মতো হিন্দুদের উপর গুলি চালানোর নির্দেশ দেবেন? প্রশ্ন গিরিরাজের। 

কী বলেছেন গিরিরাজ সিং?
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, 'পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যেভাবে জিন্নাহ ডিরেক্ট অ্যাকশন ডে করেছিলেন। এই মুখ্যমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন। তিনি ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ধ্বংসের দিন পালন করছেন বাংলায়। বাবরের মতো অনুপ্রবেশকারীকে গৌরবান্বিত করার কী প্রয়োজন?' এরপরই গিরিরাজের প্রশ্ন, 'হিন্দুদের উপর কি ডিরেক্ট অ্যাকশন ডে-এর মতো গুলি চালানো হবে? উনি পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদের বেরিয়ে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন।'

মুখপাত্র গৌরব ভাটিয়ার দাবি, 'গোটা ভারত রাম মন্দির তৈরির আনন্দে মাতোয়ারা। আর ঠিক সেই সময়েই নতুন বাবরি তৈরির ঘোষণা করা হচ্ছে। এটি হিন্দুদের বিরুদ্ধে ঘৃণার নিদর্শন মাত্র।' কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুম দারের কথায়, 'বাংলার হিন্দুদের এটাকে একটি বার্তা হিসেবে নেওয়া উচিত যে, তাঁর মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থিত লোকেরা কীভাবে হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করছে এবং বাংলার সম্প্রীতির পরিবেশ নষ্ট করার প্রস্তুতি নিচ্ছে।' 

হুমায়ুন কবীরের দাবি

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ করতে উদ্যোগী তৃণমূলের ভরতপুরের বিধায়ক এ প্রসঙ্গে বলেন, 'কেউ জগন্নাথ মন্দির তৈরি করতে পারলে বাবরি মসজিদে আপত্তি কী! মদ খাওয়ার জন্য পুজো কমিটিগুলোকেও তো ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। মুসলিম হয়ে মুসলিমের টাকায় মসজিদ গড়তে সমস্যা কী!'

 

POST A COMMENT
Advertisement