২ কেজিরও বেশি সোনা একসঙ্গে বিক্রি। ডিল সেরে বেশ খুশিই ছিলেন সোনা ব্যবসায়ী। কিন্তু নোটের তোড়া খুলতেই ভিরমি খেলেন। দেখা গেল, কাস্টমারের দেওয়া ১.৩০ কোটি টাকার পুরোটাই নকল। জাল নোট বললেও এই নোটগুলিকে একটু বেশি সম্মান দেওয়া হয়ে যাবে। প্রতারকরা একটু চেষ্টাও করেনি। নোটের তোড়ার উপর মহাত্মা গান্ধীর বদলে অনুপম খেরের ছবি বসিয়ে দিয়েছে তারা! হ্যাঁ, ফিল্ম অভিনেতা অনুপম খের। আর রিজার্ভ ব্যাঙ্কের বদলে, 'রিসোল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'।
পুলিশ জানাচ্ছে, গত ২৩ সেপ্টেম্বর সোনা ও রুপো ব্যবসায়ী মেহুল ঠক্কর তাঁর পরিচিত লক্ষ্মী জুয়েলার্সের ম্যানেজারের কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন। তিনি ফোনে ২ কেজি ১০০ গ্রাম সোনা কিনতে চান। এর দাম জিজ্ঞাসা করেন। মেহুল ঠক্কর গত ১৫ বছরেরও বেশি সময় ধরে লক্ষ্মী জুয়েলার্সের সঙ্গে ব্যবসা করছেন। তাই কোনও সন্দেহও হয়নি। ১.৬০ কোটি টাকার চুক্তি ফাইনাল করে পরের দিনই সোনা পাঠিয়ে দেবেন বলে জানিয়ে দেন।
পরের দিন, ২৪ সেপ্টেম্বর লক্ষ্মী জুয়েলার্সের ম্যানেজার মেহুলকে ফোন করে বলেন, তাঁর পার্টির খুব দ্রুত সোনা প্রয়োজন। এদিকে আরটিজিএস কাজ করছে না। তাই সোনার পদলে তিনি একটি সিকিউরিটি অ্যামাউন্ট পাঠাবেন। তারপরে আরটিজিএস করে টাকা পাঠানো হবে। আরও বলা হয়, সোনার ক্রেতারা সিজি রোডের একটি অঙ্গদিয়া ফার্মে থাকবেন। সেখানেই টাকা-সোনার লেনদেন হবে।
মেহুল ঠক্কর তাঁর এক বিশ্বস্ত কর্মীকে ২ কেজি ১০০ গ্রাম সোনা নিয়ে সিজি রোডে পাঠান। সেখানে ৩জন আগে থেকেই হাজির ছিলেন। একজনের কাছে একটি টাকা গোনার মেশিনও ছিল।
এরপর সিকিউরিটি অ্যামাউন্ট হিসাবে তাঁরা ১.৩০ কোটি টাকা ক্যাশ ভর্তি একটি ব্যাগ দিয়ে দেন। সোনা নেন।
এদিকে টাকা নিয়ে ফিরে আসার পর, টাকার নোট দেখতে গিয়েই হোঁচট খান মেহুল। দেখা যায় নোটের উপর অভিনেতা অনুপম খেরের ছবি ছাপা। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পরিবর্তে ' RESOLE BANK OF INDIA' লেখা।
খবর পেয়ে ব্যবসায়ী মেহুল ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের দোকানে খোঁজখবর নেন। তারপরেই তিনি জানতে পারেন, এখানে কোনও অঙ্গদিয়া ফার্মই নেই। দু'দিন আগেই কেউ এটা শুরু করেছিল।
এদিকে লক্ষ্মী জুয়েলার্সের ম্যানেজার পরিচয়ে যোগাযোগ করা ব্যক্তিকে ফোন করা হলে তাঁরও ফোন বন্ধ পাওয়া যায়। এরপরে, প্রতারণার ঘটনা বুঝতে পেরে মেহুল ঠক্কর নাভারংপুরা থানায় অভিযোগ দায়ের করেন।
অনুপম খেরও অবাক
জাল নোটে নিজের ছবি দেখে হতবাক খোদ অভিনেতা অনুপম খেরও। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ এই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।