ভারতীয়দের জন্য সুখবর, H1B ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনের

গতবছর, অর্থাৎ ২০২০ সালের জুন মাসে গত বছর জুন মাসে করোনো আবহে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি অস্থায়ী বা অভিবাসী ভিসার আবেদনকারীদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেন। যার মধ্যে এইচ -ওয়ান বি ভিসাও ছিল।

Advertisement
H1B ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনেরJoe Biden
হাইলাইটস
  • ২০২০ সালের জুন মাসে গত বছর জুন মাসে করোনো আবহে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি অস্থায়ী বা অভিবাসী ভিসার আবেদনকারীদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেন।
  • যার মধ্যে এইচ -ওয়ান বি ভিসাও ছিল। এই ভিসা ভারতীয় তথ্য-প্রযুক্তি কর্মীদের জন্য এতদিন বেশ কার্যকর প্রমাণিত হয়েছিল।
  • গতকাল, ৩১ মার্চ ট্রাম্পের এইচ ওয়ান বি ভিসার উপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।

ভারতীয় তথ্য-প্রযুক্তি কর্মীদের জন্য সুখবর। কারণ, এইচ ওয়ান বি ভিসা প্রত্যাহারের যে সিদ্ধান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন, তা তুলে নিলেন বর্তমান প্রেসিডেন্ড ডো বাইডেন। বাইডেন প্রশাসনের তরফে জানানো হয়েছে, এমন কোনও নিষেধাজ্ঞা  আর জারি থাকবে না। 

গতবছর, অর্থাৎ ২০২০ সালের জুন মাসে গত বছর জুন মাসে করোনো আবহে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি অস্থায়ী বা অভিবাসী ভিসার আবেদনকারীদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেন। যার মধ্যে এইচ -ওয়ান বি ভিসাও ছিল। এই ভিসা ভারতীয় তথ্য-প্রযুক্তি কর্মীদের জন্য এতদিন বেশ কার্যকর প্রমাণিত হয়েছিল। আর এতে নিষেধাজ্ঞা জারি হওয়ায় মাথার হাত পড়ে তাঁদের। 

এই ভিসা বাতিল করার পক্ষে ট্রাম্পের যুক্তি ছিল, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এই ভিসাগুলি বন্ধ করা জরুরি। দেশের অর্থনীতিকে পুনরুজ্জীত করতে এই ভিসার বাতিল দেশের এক বড় সিদ্ধান্ত। 

গত বছর ৩১ ডিসেম্বর ট্রাম্প এই নিষেধাজ্ঞার মেয়াদ চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ান। সেবারও তিনি যুক্তি দেন, করোনা তাঁর দেশের মানুষের জীবনকে ব্যাহত করে চলেছে। বেকারত্ব বেড়েছে, কমেছে চাকরি। তাই এখনই এই ভিসাগুলি চালু করা সম্ভব নয়। 

তবে তারপর ক্ষমতার পালাবদল হয়েছে। সেদেশের রাষ্ট্রপতির আসনে বসেছেন বাইডন। গতকাল, ৩১ মার্চ ট্রাম্পের এইচ ওয়ান বি ভিসার উপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বাইডেন প্রশাসন জানিয়ে দিল, নতুন করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে না। 

প্রসঙ্গত, একটি পরিসংখ্যান বলছে, এইচ ওয়ান বি স্ট্যাটাসে আমেরিকায় এখন ৫ লক্ষেরও বেশি প্রবাসী কর্মরত রয়েছেন। আমেরিকার আইনানুসারে, অনভিবাসী ওই ভিসায় সেই দেশে স্থায়ীভাবে থাকতে ও কাজ করতে পারেন না।  তবে পরে সেই ভিসার মেয়াদ বাড়ানো যায়। ফলে সুবিধা হল আমেরিকায় কর্মরত ভারতীয়দের। 

POST A COMMENT
Advertisement