Gorakhpur: সকালে প্রেমিকাকে, সন্ধেয় পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে যুবকের, তারপর...?

একই দিনে দু’টি বিয়ে করে চাঞ্চল্য ছড়ালেন এক যুবক। সকালে প্রেমিকার সঙ্গে আদালতে গাঁটছড়া বাঁধার পর, সন্ধ্যায় পরিবারের ঠিক করা মেয়ের সঙ্গে ধুমধাম করে বিয়ে করেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের গোরখপুরের হরপুর বদহাত এলাকায়।

Advertisement
সকালে প্রেমিকাকে, সন্ধেয় পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে যুবকের, তারপর...?প্রতীকী ছবি, মেটা এআই
হাইলাইটস
  • একই দিনে দু’টি বিয়ে করে চাঞ্চল্য ছড়ালেন এক যুবক।
  • সকালে প্রেমিকার সঙ্গে আদালতে গাঁটছড়া বাঁধার পর, সন্ধ্যায় পরিবারের ঠিক করা মেয়ের সঙ্গে ধুমধাম করে বিয়ে করেন তিনি।

একই দিনে দু’টি বিয়ে করে চাঞ্চল্য ছড়ালেন এক যুবক। সকালে প্রেমিকার সঙ্গে আদালতে গাঁটছড়া বাঁধার পর, সন্ধ্যায় পরিবারের ঠিক করা মেয়ের সঙ্গে ধুমধাম করে বিয়ে করেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের গোরখপুরের হরপুর বদহাত এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক চার বছর ধরে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তরুণীর দাবি, তাঁদের মধ্যে মন্দিরে গিয়েও বিয়ে হয়েছিল। সম্পর্কের মধ্যে দুইবার গর্ভপাতও করান যুবক। কিন্তু তৃতীয়বার গর্ভবতী হলে যুবক তাঁকে নার্সিংহোমে নিয়ে যান। নবজাতককে জন্ম দেওয়ার পর শিশুটিকে এক নার্সের হাতে তুলে দেন বলে অভিযোগ করেন তরুণী।

এরপরই ওই তরুণী জানতে পারেন, প্রেমিকের পরিবার অন্যত্র তাঁর বিয়ে ঠিক করে ফেলেছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে যুবক আশ্বস্ত করেন যে, তাঁরা আদালতে বিয়ে করলে পরিবারের কেউ আপত্তি করবে না। কিন্তু ওই তরুণী তখনও বুঝতে পারেননি, একই দিনে প্রেমিক দুটি বিয়ে করতে চলেছেন!

ঘটনার দিন সকালে আদালতে প্রেমিকার সঙ্গে বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন যুবক। এরপর সন্ধ্যায় পরিবারের পছন্দের মেয়ের সঙ্গে ঘটা করে বিয়ে সারেন তিনি। নববধূকে নিয়ে বাড়ি ফিরলে প্রেমিকা সেখানে উপস্থিত হয়ে স্ত্রীর মর্যাদা দাবি করেন। কিন্তু যুবকের পরিবারের সদস্যরা তাঁকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ।

এরপর হতাশ তরুণী পুলিশের দ্বারস্থ হন। গোরখপুর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক জিতেন্দ্র কুমার শ্রীবাস্তব জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। তদন্তে প্রেমিকার অভিযোগের সত্যতা মিলেছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবকের শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে।


 

POST A COMMENT
Advertisement