Governor Anandiben Patel: 'লিভ ইন করলে ৫০ টুকরো করা দেহ মিলবে', মেয়েদের বিতর্কিত সাবধানবাণী আনন্দীবেনের

লিভ-ইন সম্পর্ক নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। মেয়েদের উদ্দেশে তাঁর সরাসরি সতর্কবার্তা, 'লিভ-ইন থেকে দূরে থাকো, নয়তো তোমায় ৫০ টুকরো অবস্থায় পাওয়া যাবে।'

Advertisement
'লিভ ইন করলে ৫০ টুকরো করা দেহ মিলবে', মেয়েদের বিতর্কিত সাবধানবাণী আনন্দীবেনের
হাইলাইটস
  • লিভ-ইন সম্পর্ক নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।
  • মেয়েদের উদ্দেশে তাঁর সরাসরি সতর্কবার্তা, 'লিভ-ইন থেকে দূরে থাকো, নয়তো তোমায় ৫০ টুকরো অবস্থায় পাওয়া যাবে।'

লিভ-ইন সম্পর্ক নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। মেয়েদের উদ্দেশে তাঁর সরাসরি সতর্কবার্তা, 'লিভ-ইন থেকে দূরে থাকো, নয়তো তোমায় ৫০ টুকরো অবস্থায় পাওয়া যাবে।'

বুধবার বারাণসীর মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল এই মন্তব্য করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের আচার্যও বটে। বক্তব্যে রাজ্যপাল বলেন, 'মেয়েদের জীবনে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে পদক্ষেপ করা উচিত। লিভ-ইন সম্পর্ক থেকে দূরে থাকা ভালো, কারণ এটি জীবনে অশান্তি ও অনিশ্চয়তা ডেকে আনে।'

প্রাক্তন বিজেপি নেত্রী ও গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল বলেন, 'লিভ-ইন এখন খুব চালু হয়েছে। কিন্তু তোমরা এরকম কোরো না। তোমরাও তো দেখছ কী ঘটছে, ৫০ টুকরো করা দেহ মিলছে।'

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, 'গত ১০ দিন ধরে আমার কাছে এমন বহু ঘটনার খবর এসেছে। প্রতিবারই ভাবি, কেন আমাদের ঘরের মেয়েরা এই পথ বেছে নিচ্ছে? আমি নিজে অনেক মেয়ের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকের জীবনেই আলাদা আলাদা কাহিনি রয়েছে। একজন বিচারকও বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলিতে সচেতনতা বাড়ানো দরকার যাতে মেয়েরা লিভ-ইন সম্পর্কের মতো বিপজ্জনক পথে না যায়।'

উল্লেখযোগ্যভাবে, এর আগের দিনও (মঙ্গলবার) তিনি একই ধরনের মন্তব্য করেন বালিয়ার জননায়ক চন্দ্রশেখর বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তনে। সেখানেও ছাত্রীদের সতর্ক করে বলেন, 'পুরুষরা কিশোরী-তরুণীদের হোটেলে নিয়ে যায়, সম্পর্ক গড়ে, তারপর মেয়েটি যখন গর্ভবতী হয় তখন ফেলে চলে যায়। এ আমাদের সমাজের মূল্যবোধ নয়।'

রাজ্যপালের এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। কেউ তাঁর বক্তব্যকে 'নৈতিক সতর্কবার্তা' হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, 'এই ধরনের মন্তব্য মহিলাদের স্বাধীনতার প্রতি অসম্মান।'

তবে আনন্দীবেন প্যাটেল নিজের অবস্থানে অনড়। তাঁর মতে, 'লিভ-ইন সম্পর্ক শুধু নৈতিকতার নয়, নিরাপত্তারও প্রশ্ন। মেয়েদের ভবিষ্যৎ ও মর্যাদা রক্ষার স্বার্থেই এই সাবধানবাণী।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement