ধূমপান না করা মহিলাদের মধ্যেও বাড়ছে ফুসফুসে ক্যান্সারধূমপান করেন না এমন মহিলাদের মধ্যেও বাড়ছে ফুসফুসের ক্যান্সারের সমস্যা। বৃহস্পতিবার লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে সরকারের তরফে জানানো হয়েছে, ধূমপান না করা মহিলাদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশের বড় শহরগুলিতে এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
সাংসদ ধনোরকর প্রতিভা সুরেশের করা একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব জানান, ধূমপান করেন না, এমন মহিলাদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে প্রায় ৫৩ শতাংশের জন্য অ্যাডেনোকার্সিনোমাই দায়ী। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরমেটিক্স অ্যান্ড রিসার্চ (NCDIR) এই তথ্য জানিয়েছে। সমীক্ষায় উঠে এসেছে, ১৯৮২ সালের পর থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশে ফুসফুস ক্যান্সারের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে।
তবে বিশেষ বিষয় হল, শহুরে বায়ুর গুণমান খারাপ হওয়া এবং ধূমপান না করা মহিলাদের ফুসফুসের ক্যান্সারের মধ্যে পরিস্থিতিগত যোগসূত্র থাকা সত্ত্বেও, গবেষণায় বায়ু দূষণের সঙ্গে মহিলাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়নি।
১৩০টি শহরে চলছে বায়ুদূষণ মোকাবিলার কাজ
ধূমপান করছেন না, এমন মহিলাদের মধ্যেও ফুসফুসের ক্যান্সার বৃদ্ধির ফলে বিষয়টি সরাসরি বায়ু দূষণের সঙ্গে যুক্ত বলেও অনেকেই প্রশ্ন তোলেন। এর জবাবে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের গৃহীত বেশ কয়েকটি পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী।
২০১৯ সালের জানুয়ারিতে চালু হওয়া ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম (এনসিএপি)-এর আওতায় ২৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১৩০টিরও বেশি শহরে বায়ুর মান উন্নত করার লক্ষ্যে কাজ করে চলেছে বলে জানান পরিবেশমন্ত্রী।