IndiGo-কে ১০% পরিষেবা ছাঁটাইয়ের নির্দেশ কেন্দ্রের, বিমানমন্ত্রীর সামনে 'হাতজোড়' সংস্থার CEO-র

সংসদে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই মতো মঙ্গলবার ইন্ডিগো এয়ারলাইন্সের CEO পিটার এলবার্সকে নিজের দফতরে তলব করেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। এমওসিএ সচিব সমীর সিনহাও সেখানে উপস্থিত ছিলেন।

Advertisement
IndiGo-কে ১০% পরিষেবা ছাঁটাইয়ের নির্দেশ কেন্দ্রের, বিমানমন্ত্রীর সামনে 'হাতজোড়' সংস্থার CEO-র  কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ইন্ডিগোর বৈঠক
হাইলাইটস
  • বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে মঙ্গলবার ইন্ডিগো ঘোষণা করে, তাদের সমস্ত বিমান এখন স্বাভাবিকভাবে চলছে
  • কর্মক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে

সংসদে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই মতো মঙ্গলবার ইন্ডিগো এয়ারলাইন্সের CEO পিটার এলবার্সকে নিজের দফতরে তলব করেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। এমওসিএ সচিব সমীর সিনহাও সেখানে উপস্থিত ছিলেন। সেই বৈঠকের একটি ছবিতে দেখা যাচ্ছে, পিটার এলবার্স হাতজোড় করছেন কেন্দ্রীয় মন্ত্রীর সামনে। সেই ছবি এখন ভাইরাল। অনেকের দাবি, এই ছবি থেকেই পরিষ্কার বৈঠকে কী হয়েছে। কড়া বার্তা দেওয়া হয়েছে ওই বিমান সংস্থাকে। 

বৈঠকে ইন্ডিগোর অপারেশনাল স্ট্যাটাস, যাত্রীদের যত্ন, পাইলট, ক্রু রোস্টার স্ট্যাটাস এবং ব্যাগেজ স্ট্যাটাস নিয়ে আলোচনা করা হয়। উড়ান বাতিল ঠেকাতে যাত্রী পরিষেবায় দেশের বৃহত্তম বিমান সংস্থাকে উড়ান ১০% কমানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তবে রুট কমানো হবে না বলে আশ্বাস দিয়েছেন ইন্ডিগোর সিইও। 

বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে মঙ্গলবার ইন্ডিগো ঘোষণা করে, তাদের সমস্ত বিমান এখন স্বাভাবিকভাবে চলছে। কর্মক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বুধবার প্রায় ১,৯০০টি ফ্লাইট পরিচালনা করা হবে। 

কোম্পানির তরফে জারি করা বিবৃতিতে আরও দাবি করা হয়, নেটওয়ার্কের ধারাবাহিক উন্নতির পর সমস্ত নির্ধারিত ফ্লাইট ফের চালু হবে। বিমানবন্দরে আটকে থাকা প্রায় সমস্ত লাগেজ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বাকিগুলিও শীঘ্রই পৌঁছে দেওয়া হবে। বর্তমানে, ইন্ডিগো ১৩৮টি স্টেশনে ১,৮০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করে। এছাড়াও, কোম্পানিটি তাদের ওয়েবসাইটে বিমানের টিকিট বাতিলকরণের প্রক্রিয়া আরও সহজ করতে চলেছে। 

মন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ইন্ডিগোর সিইও একটি ভিডিও বার্তায় দাবি করেন, তাঁদের সংস্থাটি এখন সম্পূর্ণ স্থিতিশীল এবং সমস্ত রুটে ফ্লাইট পরিচালনা করছে। গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে আরও জানান, ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া সঙ্কটের ফলে মাত্র ৭০০টি ফ্লাইট পরিচালনা করতে পেরেছিলেন তাঁরা। 

এর আগেই মন্ত্রী রামমোহন নাইডু লোকসভায় দাঁড়িয়ে বিমান নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে দিয়েছিলেন। দাবি করেছিলেন, নতুন ফ্লাইট ডিউটি ​​টাইম লিমিটেশন (FDTL) নিয়ম থেকে ইন্ডিগোকে কোনও বিশেষ ছাড় দেওয়া হবে না। কোনও বিমান সংস্থা যত বড়ই হোক না কেন এইভাবে যাত্রীদের হয়রানি করতে পারবে না। সরকার তা বরদাস্ত করবে না। অন্য বিমান সংস্থাগুলোকেও প্রচারের আহ্বান জানিয়েছিলেন তিনি। এর আগে ডিজিসিএ ইন্ডিগোকে সাময়িকভাবে এফডিটিএল নিয়ম থেকে অব্যাহতি দিয়েছিল, যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল সরকারকে।
 

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement