Greater Noida tragedy: 'তোমার জীবন নষ্ট করতে চাই না', বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে নিয়ে ১৩ তলা থেকে ঝাঁপ মহিলার

গ্রেটার নয়ডার এস সিটি সোসাইটিতে শনিবার সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটে। ৩৭ বছর বয়সী সাক্ষী চাওলা এবং তার ১১ বছরের বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে ১৩ তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারান। সকাল প্রায় ১০টার দিকে হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং মা-ছেলেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।

Advertisement
'তোমার জীবন নষ্ট করতে চাই না', বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে নিয়ে ১৩ তলা থেকে ঝাঁপ মহিলার
হাইলাইটস
  • গ্রেটার নয়ডার এস সিটি সোসাইটিতে শনিবার সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটে।
  • ৩৭ বছর বয়সী সাক্ষী চাওলা এবং তার ১১ বছরের বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে ১৩ তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারান।

গ্রেটার নয়ডার এস সিটি সোসাইটিতে শনিবার সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটে। ৩৭ বছর বয়সী সাক্ষী চাওলা এবং তার ১১ বছরের বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে ১৩ তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারান। সকাল প্রায় ১০টার দিকে হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং মা-ছেলেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিসরাখ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, সাক্ষীর স্বামী দর্পণ চাওলার উদ্দেশ্যে লেখা একটি সুইসাইড নোট তাদের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে। নোটে উল্লেখ করা হয়েছে, 'আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, দুঃখিত। আমরা তোমাকে আর ঝামেলা করতে চাই না। আমাদের উপস্থিতি তোমার জীবন নষ্ট করতে দিও না। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।'

তদন্তে জানা গিয়েছে, ছেলেটি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল এবং নিয়মিত ওষুধ সেবন করত। পরিবারের সদস্যরা একাধিক চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন, এমনকি গুরুদ্বারেও প্রার্থনা করেছিলেন, কিন্তু অবস্থার উন্নতি হয়নি। প্রতিবেশীদের বক্তব্য, সাক্ষী চাওলা প্রায়ই মানসিক চাপে ভুগতেন এবং জীবনযাত্রা নিয়ে হতাশা প্রকাশ করতেন।

ঘটনার দিন সকালে দর্পণ চাওলা, যিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, স্ত্রীকে ছেলেকে ওষুধ খাওয়াতে বলেন। পরে সাক্ষী ছেলেকে নিয়ে বারান্দায় যান এবং কিছুক্ষণের মধ্যেই তারা ঝাঁপ দেন।

এডিসিপি সেন্ট্রাল নয়ডা শাব্য গোয়েল জানিয়েছেন, 'ছেলেটি মানসিকভাবে অস্থির ছিল, যার কারণে মা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তদন্ত চলছে।'

উত্তরাখণ্ডের গড়ি নেগি গ্রামের বাসিন্দা চাওলা পরিবার নয়ডার এস সিটি সোসাইটিতে বহুদিন ধরে বসবাস করছিল। শান্ত ও ভদ্র স্বভাবের জন্য পরিচিত এই পরিবারকে ঘিরে এমন মর্মান্তিক ঘটনার পর পুরো আবাসনে শোকের ছায়া নেমে এসেছে।

 

POST A COMMENT
Advertisement