গুজরাত বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে আজ, সোমবার। সকাল সকাল ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুথ পর্যন্ত হেঁটে ভোট দেন তিনি। রাস্তার দুপাশে জমায়েতের দিকে হাত নেড়েছেন। নমস্কারও করেন। স্লোগান ওঠে 'মোদী, মোদী'।
সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ রানিপের নিশান পাবলিক স্কুলে পৌঁছন মোদী। হেঁটেই পৌঁছন বুথে। তাঁকে দেখতে রাস্তার দুধারে জমেছিল ভিড়। সকলকে হাত নাড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমস্কারও করেন। ওঠে স্লোগান। তার পর নিজের ভোট দেন প্রধানমন্ত্রী।
Ahmedabad, Gujarat | Prime Minister Narendra Modi greets people on his way to Nishan Public school, Ranip to cast his vote for Gujarat Assembly elections.#GujaratElections pic.twitter.com/vndeh2DWAX
— ANI (@ANI) December 5, 2022
Ahmedabad, Gujarat | Prime Minister Narendra Modi casts his vote for the second phase of Gujarat Assembly elections at Nishan Public school, Ranip#GujaratElections pic.twitter.com/snnbWEjQ8N
— ANI (@ANI) December 5, 2022
ভোট দিয়ে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেন,'গণতন্ত্রের উৎসবের উদযাপন করছেন গুজরাতের মানুষ। গোটা দেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাচ্ছি।'
#WATCH | The festival of democracy has been celebrated with great pomp by the people of Gujarat, Himachal Pradesh and Delhi. I want to thank people of the country. I also want to congratulate Election Commission for conducting elections peacefully: Prime Minister Narendra Modi pic.twitter.com/2KKjCq7W1D
— ANI (@ANI) December 5, 2022
ভোটপ্রচার শেষ হওয়ার পর গতকাল, রবিবার প্রধানমন্ত্রী গান্ধীনগরে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। তাঁর পায়ে হাত দিয়ে প্রণামও করেন। ছেলেকে আশীর্বাদ করেন হিরাবেন।
এ দিন সপরিবারে ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে আমদাবাদের মন্দিরে পুজো দেন।
Union Home Minister Amit Shah, along with members of his family including his son and BCCI secretary Jay Shah, casts his votes at AMC Sub-Zonal Office in Naranpura of Ahmedabad. #GujaratAssemblyPolls pic.twitter.com/7bgKV556Qr
— ANI (@ANI) December 5, 2022
সোমবার সকাল ৮টা থেকে গুজরাতে শুরু হয়েছে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। এই দফায় মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে। আড়াই কোটির বেশি মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভাগ্য নির্ধারণ হবে ৮৩৩ জন প্রার্থী। ১৯৯৫ সাল থেকে গুজরাতের ক্ষমতায় বিজেপি। এবারও কি তাদের গড় অটুট থাকবে? ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা কী বলছে, তা জানতে চোখ রাখুন আজতক বাংলায়।
আরও পড়ুন- মোদীর G20 বৈঠকে থাকছেন মমতা, দিল্লি রওনা আজই