ISIS-এর সঙ্গে যুক্ত ৩ জঙ্গি অস্ত্রসহ গ্রেফতার, ১ বছর ধরে নজরে ছিল গোয়েন্দাদের

গুজরাত ATS-এর বড়সড় সাফল্য। ৩ সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল জঙ্গি দমন শাখা। তারা তিনজনই ISIS-এর সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে তদন্তকারীদের তরফে। এক বছরেরও বেশি সময় ধরে তাদের উপর নজরদারি চলছিল।

Advertisement
ISIS-এর সঙ্গে যুক্ত ৩ জঙ্গি অস্ত্রসহ গ্রেফতার, ১ বছর ধরে নজরে ছিল গোয়েন্দাদের Representative Image
হাইলাইটস
  • গুজরাত ATS-এর বড়সড় সাফল্য
  • ৩ সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল জঙ্গি দমন শাখা

গুজরাত ATS-এর বড়সড় সাফল্য। ৩ সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল জঙ্গি দমন শাখা। তারা তিনজনই ISIS-এর সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে তদন্তকারীদের তরফে। এক বছরেরও বেশি সময় ধরে তাদের উপর নজরদারি চলছিল। এরপরই গ্রেফতার করা হয়। 

এই তিনজনই ISIS-এর সঙ্গে যুক্ত পৃথক মডিউলের অংশ বলে দাবি করা হয়েছে। তারা গুজরাতে অস্ত্র সরবরাহ করত। অনেকদিন ধরেই এই কর্মকাণ্ড চালাচ্ছিল তারা। পুলিশ তাদের উপর নজরদারি চালাতে শুরু করে। প্রাথমিক তদন্তে একাধিক প্রমাণও হাতে আসে। তারপরই গ্রেফতার করা হয়। 

সূত্রের দাবি, ওই তিন অভিযুক্ত একটি বড়সড় হামলার পরিকল্পনা করছিল। সেই জন্য অস্ত্র জমা করছিল গুজরাতে। তাদের গ্রেফতারের পর এটিএস অস্ত্র উদ্ধার করে। তদন্তরকারীদের তরফে জানানো হয়, আগে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অস্ত্র মজুত ছাড়া কী কী পরিকল্পনা ছিল তাদের সেটা খতিয়ে দেখা হবে। 

জানা যায়, গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে দুজন উত্তর প্রদেশের বাসিন্দা। তৃতীয় জন হায়দরাবাদের। তাদের বয় ৩০ থেকে ৩৫ এর মধ্যে।  

গুজরাত প্রশাসনের তরফে জানানো হয়েছে, তিনজনই দীর্ঘদিন ধরে পুলিশের নজরে ছিল। তারা অস্ত্র মজুত করছিল। ভারতের নানা জায়গায় বড়সড় কোনও হামলার পরিকল্পনা ছিল তাদের। 

TAGS:
POST A COMMENT
Advertisement