গুজরাতের মহিসাগর নদীর উপর নির্মিত সেতুর একটি অংশ ভেঙে পড়ে। ঠিক মাঝখান থেকে ভেঙে যায় ব্রিজটি। পরপর কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়। একটি জ্বালানিবাহী ট্রাক ব্রিজের ওপর বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। অনেককে উদ্ধার করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়।
এই ব্রিজটি ৪৩ বছরের পুরনো। ভাদোদরা-আনন্দের সংযোগকারী এই গম্ভীরা ব্রিজটি ভারী যানবাহন চলাচলের সময় ভেঙে পড়ে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যাতে একটি ট্রাক আধ ভাঙা সেতুর ওপর ঝুলতে দেখা যায়।
#WATCH | Vadodara, Gujarat | The Gambhira bridge on the Mahisagar river, connecting Vadodara and Anand, collapses in Padra; local administration present at the spot. pic.twitter.com/7JlI2PQJJk
— ANI (@ANI) July 9, 2025
সকাল সাড়ে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। সেতু ভেঙে পড়ার কারণে দুটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যান সহ চারটি গাড়ি মহিসাগর নদীতে পড়ে যায়। তিনজনকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। দমকল বাহিনীর একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়। এই দুর্ঘটনার কারণে এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। পুলিশ যানবাহন চলাচলের পথ পরিবর্তন করেছে। এই সেতুটি সাধারণত 'আত্মহত্যার পয়েন্ট' হিসেবেও পরিচিত। গত বেশ কয়েকদিন ধরে গুজরাতে একটানা বৃষ্টি হচ্ছে। তার জেরে দুর্বল ব্রিজ ভেঙে পড়ল কিনা খতিয়ে দেখা হচ্ছে। ব্রিজের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হত কিনা তাও তদন্ত করা হচ্ছে।