Junior Doctor Rape : এবার গোয়ালিয়রের সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সহকর্মী

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল দেশ। সেই আরজি কর কাণ্ডের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের সরকারি মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের অভিযোগ উঠল।

Advertisement
এবার গোয়ালিয়রের সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সহকর্মী Representative Image
হাইলাইটস
  • এবার গোয়ালিয়রের সরকারি হাসপাতালে জুনিয়র জাক্তারকে ধর্ষণের অভিযোগ
  • ধর্ষণে অভিযুক্ত সহকর্মী গ্রেফতার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল দেশ। সেই আরজি কর কাণ্ডের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের সরকারি মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল গোয়ালিয়র। 

মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, রবিবার গোয়ালিয়রের এক মেডিক্যাল কলেজে এই ঘটনা ঘটে। এক পরিত্যর্ক হস্টেলে ওই ছাত্রীকে ডেকে নিয়ে যায় তাঁরই সহকর্মী। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 

গোয়ালিয়রের পুলিশ সুপার জানিয়েছেন, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ওই তরুণী। সেজন্য তিনি মেডিক্যাল কলেজের হস্টেলে থাকেন। অভিযুক্তও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এক সঙ্গে লেখাপড়ার নামে সে ওই তরুণীকে বয়েজ হস্টেলের কাছে ডেকে পাঠায়। তরুণী যায়ও। সেখানে তাঁকে এক পরিত্যক্ত হস্টেলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, এরপরই ধর্ষণ করা হয়। 

নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের পর তরুণীকে মুখ বন্ধ রাখার হুমকিও দেয় অভিযুক্ত। বলে, থানায় অভিযোগ করলে খুন করা হবে। কিন্তু ভয় না পেয়ে কাম্পু থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন মোতাবেক পদক্ষেপ করা হবে।   

POST A COMMENT
Advertisement