
সংগঠিত অপরাধের বিরুদ্ধে বড় সাফল্য পেল হরিয়ানা পুলিশ। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সঙ্গে যুক্ত চারজন শার্প শ্যুটারকে গ্রেপ্তার করেছে অম্বালা এসটিএফ। পুলিশের তৎপরতায় রুখে দেওয়া গিয়েছে সম্ভাব্য একটি বড়সড় অপরাধমূলক ষড়যন্ত্র। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অম্বালা এসটিএফ-এর কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আসে যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কয়েকজন দুষ্কৃতী বড় কোনও অপরাধ ঘটানোর ছক কষছে। সেই খবরের ভিত্তিতে GT রোডের উমরি এলাকার লে-বাইয়ে আগে থেকেই ফাঁদ পাতে এসটিএফ। পরিকল্পনা মতো ঘিরে ফেলে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
উদ্ধার তিনটি দেশি পিস্তল
ধৃতদের তল্লাশি চালিয়ে তিনটি দেশি পিস্তল এবং সাত রাউন্ড জ্যান্ত কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। আধিকারিকদের দাবি, এত অস্ত্র থাকার অর্থই হল কোনও বড়সড় সহিংস ঘটনার প্রস্তুতি চলছিল। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা চাঁদাবাজির উদ্দেশ্যে গুলি চালানোর পরিকল্পনা করেছিল।
টার্গেট ছিল টোল প্লাজা, যোগ রাঁচির ষড়যন্ত্রেও
তদন্তে আরও জানা গিয়েছে, রেওয়াড়ি–নারনৌল হাইওয়ের একটি টোল প্লাজাকে টার্গেট করা হয়েছিল। পাশাপাশি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতেও কোনও গুরুতর অপরাধ সংগঠনের পরিকল্পনা চলছিল। ধৃতদের মধ্যে কয়েকজন আগেও একাধিক জঘন্য অপরাধে জেল খেটেছে বলে পুলিশ সূত্রে খবর।
জামিনে বেরিয়ে ফের অপরাধের পথে
জামিনে মুক্তি পাওয়ার পর ফের সক্রিয় হয়ে ওঠে এই গ্যাং সদস্যরা। পুলিশের মতে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রভাব বাড়াতেই লাগাতার সহিংস ঘটনার ছক কষছিল তারা। ঘটনায় কুরুক্ষেত্র জেলার থানেসর সদরে মামলা রুজু হয়েছে।
তদন্তে পুলিশ, জিরো টলারেন্স বার্তা
ধৃতদের জেরা করে তাদের নেটওয়ার্ক, সহযোগী এবং সম্ভাব্য টার্গেট সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টা চলছে। হরিয়ানা পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্যে গ্যাংস্টার ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।