গত এক সপ্তাহে (২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর) স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৪৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে ভারতে, জানিয়েছে আবহাওয়া দফতর (IMD)। যদিও ১ জুন থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত গোটা মৌসুমে বৃষ্টির উদ্বৃত্ত এখনও গড়ে ৮%। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা দক্ষিণ দিকে সরে গিয়েছে। এবং নিম্ন ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত সক্রিয়। যার ফলে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়।
বাংলার পরিস্থিতি
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সারাদেশে কোথায় কবে বৃষ্টি?
গুজরাট: ৬-৭ তারিখে সৌরাষ্ট্র ও কচ্ছেও বৃষ্টি।
কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র: ৬ সেপ্টেম্বর ভারী বৃষ্টি।
উত্তর ভারত: উত্তরাখণ্ড ও রাজস্থানে ৬ সেপ্টেম্বর ভারী বৃষ্টি। পাঞ্জাবে ১০ সেপ্টেম্বর, হরিয়ানা-চণ্ডীগড়ে ৫ ও ৮-১০ সেপ্টেম্বর বৃষ্টি। পশ্চিম মধ্যপ্রদেশে ৬ সেপ্টেম্বর ভারী বৃষ্টি, পূর্ব মধ্যপ্রদেশে ৫ সেপ্টেম্বর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৬-৭ সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গে ৫ ও ৭ সেপ্টেম্বর। বিহারে ৮-১০ সেপ্টেম্বর। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় ৪-৭ সেপ্টেম্বর। অরুণাচল প্রদেশে ৬-১০ সেপ্টেম্বর ভারী বৃষ্টি। তামিলনাড়ুতে ৮-৯ সেপ্টেম্বর।