Himachal Pradesh Landslide: হিমাচলে ভয়াবহ ভূমিধস, পাথুরে মাটিতে চাপা পড়ল বাস, মৃত বহু

Himachal Pradesh Landslide: একের পর এক মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ। এবার ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটল হিমাচলপ্রদেশের বিলাসপুরে বাল্লু সেতুর কাছে।

Advertisement
হিমাচলে ভয়াবহ ভূমিধস, পাথুরে মাটিতে চাপা পড়ল বাস, মৃত বহুভূমিধসে বাস চাপা পড়ে বহু প্রাণহানি
হাইলাইটস
  • একের পর এক মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ।
  • এবার ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটল ছত্তিশগড়ের বিলাসপুরে বাল্লু সেতুর কাছে।
  • ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Himachal Pradesh Landslide: একের পর এক মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ। এবার ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটল হিমাচলপ্রদেশের বিলাসপুরে বাল্লু সেতুর কাছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল একটি বাস। ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় প্রশাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ধ্বংসাবশেষ সরিয়ে  উদ্ধারকাজ চালাচ্ছে। উক্ত বাসে কতজন আরোহী ছিলেন তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

স্থানীয়রাও উদ্ধার ও ত্রাণকাজে হাত লাগিয়েছেন। প্রশাসনিক কর্তারা বলছেন, রাতভর উদ্ধার অভিযান চলবে। বাসের ভেতরে যাঁরা আটকে আছেন, তাঁদের যত দ্রুত সম্ভব নিরাপদে বের করে আনার চেষ্টা চলছে।
 

শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বাস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন। নিহতদের প্রতি সমবেদনা জানান তিনি। রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারকে সবরকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পুরো বিষয়টিতে নজর রাখছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জখমদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া এবং চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।  

POST A COMMENT
Advertisement