Zubeen Garg: 'জুবিনের ফ্যান সেজে বাংলাদেশিরা ঢুকছে,' হিমন্তের বিস্ফোরক দাবি

নিজেদের জুবিন গর্গের ফ্যান হিসেবে দাবি করে বহু বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করেছে বলে দাবি করলেন অসমর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কোনওমতেই যাতে জুবিনের মৃত্যুকে অজুহাত করা কিংবা জুবিনের অনুরাগীদের আবেগকে হাতিয়ার না করা হয়, সেদিকে কড়া নজর দেওয়া হবে বলেও জানান অসমের মুখ্যমন্ত্রী।

Advertisement
 'জুবিনের ফ্যান সেজে বাংলাদেশিরা ঢুকছে,' হিমন্তের বিস্ফোরক দাবি
হাইলাইটস
  • জুবিনের ফ্যান সেজে বাংলাদেশি অনুপ্রবেশ?
  • ক্ষোভ উগরে দিলেন হিমন্ত বিশ্ব শর্মা
  • তাঁর দাবি, জুবিনের ফ্যান দাবি করে ঢোকার চেষ্টা

জুবিন গর্গের আবেগকে হাতিয়ার করছে বাংলাদেশিরা! এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে কার্যত অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। 

অসমের মুখ্যমন্ত্রীর কথায়, 'যারা বাংলাদেশি গান শোনেন এবং বাংলেদেশি সংগীতশিল্পীদের অসমে আসার আহ্বান জানান, তারা রাতারাতি নিজেদের জুবিনের ফ্যান বলে দাবি করছেন। এরাই আসলে জুবিনের মৃত্যুর আবেগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যারা প্রকৃত অর্থে জুবিন গর্গের ফ্যান, তাদের আবেগ নিয়ে খেলা করছে এই গোষ্ঠী।' তবে এর পিছনে বড উদ্দেশ্য আছে বলেই জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। 

তাঁর দাবি, 'বেআইনি ভাবে জমি জবরদখল এবং অনুপ্রবেশের বিরুদ্ধে অসম সরকার পদক্ষেপ করেছে। তাই আসলে ছল চাতুরি করে জুবিনের মৃত্যুকে অজুহাত বানিয়ে, আবেগকে হাতিয়ার করে অসমে ঢুকতে চাইছে এরা।'  

উল্লেখ্য, বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে দীর্ঘ সময় ধরেই সরব অসমের মুখ্যমন্ত্রী। নানা অছিলায় বাংলাদেশিরা বেআইনি ভাবে অসমে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে বলে তাঁর অভিযোগ। সে ক্ষেত্রে জুবিন আবেগে মোহিত থাকা অসমে আবেগককে কাজে লাগিয়ে ঢুকে পড়তে পারে এরা। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, 'জুবিনের ফ্যান সেজে ঢুকে পড়ছে বাংলাদেশিরা।'

এদিকে, জুবিনের গর্গের মৃত্যু নিয়ে রহস্যের জট যেন খুলছেই না। ইতিমধ্যেই তাঁর ম্যানেজার এবং সিঙ্গাপুরে ফেস্টিভ্যালের আয়োজনকে গ্রেফতার করা হচ্ছে। তদন্ত করতে CID। এবার শোরগোল ফেলে দিল প্রত্যক্ষদর্শীর বক্তব্য। জ্যোতি গোস্বামী নামে প্রত্যক্ষদর্শীর দাবি, বিষ খাইয়ে ম্যানেজারই হত্যা করেছেন জুবিনকে। CID-র SIT যে তদন্ত রিপোর্ট জমা করেছে তাতে উল্লেখ রয়েছে প্রত্যক্ষদর্শী শেখর জ্যোতি গোস্বামীর কথাও। তিনি জানিয়েছেন, সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে অদ্ভূত আচরণ করছিলেন জুবিনের ম্যানেজার। তাঁর অভিযোগ, সিদ্ধান্ত শর্মা জোর করে ইয়টের কন্ট্রোল নাবিকের থেকে ছিনিয়ে নিয়েছিল। যাত্রীদের ঝুঁকির দিকে ঠেলে দিয়েছিল সে। প্রত্যক্ষদর্শী এমনও বিস্ফোরক দাবি করেছেন, যখন জুবিন জলের মধ্যে কার্যত খাবি খাচ্ছিলেন, তখন এই সিদ্ধান্ত শর্মাই সকলকে চিৎকার করে বলেছিলেন, 'ওকে যেতে দাও'। 

Advertisement

জ্যোতির আরও দাবি, সিদ্ধান্ত শর্মা এবং শ্যামকানু মহন্ত একসঙ্গে ষড়যন্ত্র করে জুবিনকে বিষ খাইয়েছেন। এমনকী সেদিনের ইয়ট পার্টির ভিডিও কোথাও শেয়ার করতে নিষেধ করেছিলে জুবিনের ম্যানেজার। সূত্রের খবর, জুবিনের মৃত্যু তদন্তে জিজ্ঞাসাবাদের কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি তাঁর ম্যানেজার। 

 

POST A COMMENT
Advertisement