Amit Shah: 'অপারেশন সিঁদুর যুদ্ধ ছিল না, আত্মরক্ষার জন্য করেছি', রাজ্যসভায় বললেন অমিত শাহ

সংসদের বাদল অধিবেশনের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় 'অপারেশন সিঁদুর' ও 'অপারেশন মহাদেব' বক্তব্য রাখেন। রাজ্যসভায় বক্তব্যে পেশে শাহ বলেন, 'অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেব... আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সমস্ত নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই যারা এই দুটির জন্য ভারতের মর্যাদা বৃদ্ধি করেছেন।'

Advertisement
'অপারেশন সিঁদুর যুদ্ধ ছিল না, আত্মরক্ষার জন্য করেছি', রাজ্যসভায় বললেন অমিত শাহঅমিত শাহ

সংসদের বাদল অধিবেশনের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় 'অপারেশন সিঁদুর' ও 'অপারেশন মহাদেব' বক্তব্য রাখেন। রাজ্যসভায় বক্তব্যে শাহ বলেন, 'অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেব... আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সমস্ত নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই যারা এই দুটির জন্য ভারতের মর্যাদা বৃদ্ধি করেছেন।' আরও একবার মনে করিয়ে বলেন, পহেলগাঁও দেশের নাগরিকদের তাদের পরিবারের সামনে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করেছিল। সেই সমস্ত নিহত নাগরিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

পি চিদম্বরমের আমলে আফজল গুরুকে ফাঁসি দেওয়া হয়নি:  শাহ
কংগ্রেস সাংসদ পি চিদাম্বরমের বক্তব্যের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সন্ত্রাসবাদীরা পাকিস্তান থেকে এসেছে তার প্রমাণ কী? তিনি উত্তরে বলেন, যতদিন পি চিদাম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ততদিন আফজল গুরুকে ফাঁসি দেওয়া হয়নি। অমিত শাহ রাজ্যসভায় বলেন, দেশের মানুষ কংগ্রেস দলের মানসিকতা দেখতে পাচ্ছেন। তাদের অগ্রাধিকার দেশের নিরাপত্তা নয়, বরং রাজনীতি। তাদের অগ্রাধিকার সন্ত্রাসবাদ বন্ধ করা নয়, বরং তাদের ভোটব্যাঙ্ক। তাদের অগ্রাধিকার সীমান্ত রক্ষা করা নয়, বরং তোষণের রাজনীতি।

কংগ্রেসকে প্রশ্ন অমিত শাহের
শাহ কংগ্রেসকে আক্রমণ করে বলেন,"...গতকাল কংগ্রেস জিজ্ঞাসা করছিলে কেন সোমবার পহেলগাঁও সন্ত্রাসবাদীদের হত্যা করা হল? কেন ওদিন হত্যা করা উচিত হয়নি? কারণ ওদিন রাহুল গান্ধীর বক্তৃতা ছিল? এভাবে চলতে পারে না। গোটা দেশ দেখছে যে কংগ্রেসের অগ্রাধিকার জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ নির্মূল নয়, বরং রাজনীতি, ভোট ব্যাঙ্ক এবং তোষণের রাজনীতি...।" 

আরও বলেন, "...আজ এখানে দাঁড়িয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছিজম্মু ও কাশ্মীর সন্ত্রাসবাদ থেকে মুক্ত হবে। এটাই নরেন্দ্র মোদী সরকারের সংকল্প।"

নরেন্দ্র মোদীকেও অভিনন্দন জানাই
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে বলেন, "যিনি দেশের ১৪০ কোটি মানুষের ইচ্ছানুযায়ী উপযুক্ত উত্তর দেওয়ার দৃঢ় ইচ্ছাশক্তি দেখিয়েছেন... আমি এর জন্য তাঁকে অভিনন্দন জানাতে চাই।"

কংগ্রেসের ওয়াকআউটে খোঁচা
এই সময়ে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে শাহ বলেন, আমি জানি কেন বিরোধীরা পালাচ্ছে। তাঁরা পালাচ্ছে কারণ এত বছর ধরে, তাদের ভোট ব্যাঙ্কের পিছনে ছুটতে, তারা সন্ত্রাসবাদ বন্ধে কিছুই করেনি...এই কারণেই এরা এই বিতর্ক শুনতে পারে না। তারা তাদের এলওপিকে কথা বলতে দেয় না এবং এখানে প্রধানমন্ত্রীর ভাষণে অনড় থাকে।

Advertisement

POST A COMMENT
Advertisement