লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বাম উগ্রবাদ নিয়ে আলোচনা চলছিল। প্রশ্নের উত্তর দিচ্ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। সেই সময় আলোচনায় উঠে এল পশ্চিমবঙ্গও। মাওবাদী দমনে পশ্চিমবঙ্গের নজির টানলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর কথা শুনেই হেসে ওঠেন বিজেপি সাংসদরা। হাসতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। তারপর তিনি জবাব দেন,'আমি বিশ্বাস করি যে কোনও রাজ্যই পশ্চিমবঙ্গের মডেল গ্রহণ করতে চাইবে না।"
দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন,'গত ১০-১৫ বছর ধরে ৪-৫টি রাজ্যে উগ্র বামপন্থার সমস্যা রয়েছে। ছত্তীসগঢ়, তারপরে মহারাষ্ট্রের গড়চিরোলি, ওড়িশার কোলাপুর এবং তারপর অন্ধ্রপ্রদেশের একাংশ। এখনও প্রতি সপ্তাহে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর দেখতে পাই। এটা এখনও বন্ধ হয়নি'।
পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে সৌগত রায় বলেন,'সেখানেও বাম উগ্রবাদের সমস্যা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়নে কাজ করেছে। আদিবাসী ছেলেদের চাকরি দিয়েছে'। হট্টগোল শুরু হয় সংসদে। স্পিকার ওম বিড়লা অধ্যাপক রায়কে বাধা দিয়ে জিজ্ঞাসা করেন,'আপনার প্রশ্নটা কী'?
তখন তৃণমূল সাংসদ বলেন,'সেখানে এক কিষাণজিকে মারতে হয়েছিল। তারপর থেকে পশ্চিমবঙ্গে বাম উগ্রবাদ বন্ধ হয়ে গিয়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই যে তিনি পশ্চিমবঙ্গের মডেল কি খতিয়ে দেখবেন? আর সেটা ছত্তীসগঢ় এবং অন্যান্য রাজ্যে প্রয়োগ করবেন? কারণ এরা নিয়ন্ত্রণ করতে পারছে না।'
এর জবাবে হেসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীর্যক জবাব,'যে রাজ্যই যা ভালো কাজ করে, সেটা সারা দেশে চালু করতে নরেন্দ্র মোদী সরকারের কোনও সমস্যা নেই। তবে আমি বিশ্বাস করি, যে কোনও রাজ্যই চাইবে না পশ্চিমবঙ্গ মডেল সেখানে চালু হোক'।
#BudgetSession2024
— SansadTV (@sansad_tv) August 6, 2024
Union Home Minister @AmitShah replies to the questions asked by member during #QuestionHour in #LokSabha regarding LWE affected Districts.@ombirlakota @LokSabhaSectt @HMOIndia pic.twitter.com/ZBlYLOYKgd
এর আগে, আলিগড়ের বিজেপি সাংসদসতীশ কুমার গৌতম জঙ্গিবাদ প্রভাবিত এলাকাগুলিতে চালু থাকা উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। উত্তরে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন,'কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি অনেক উন্নয়ন প্রকল্প চালানো হচ্ছে। জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে সহায়তা প্রকল্প চালানো হচ্ছে। সামাজিক কাঠামোর সমস্যাগুলি দূর করার জন্য একটি পরিকল্পনাও চালানো হচ্ছে'। রাস্তা ও সেতু নির্মাণের পরিসংখ্যানও দেন।