Donald Trump Iran Tariff: ট্রাম্পের ২৫% ইরান ট্যারিফে ভারতের চাপ হবে? মোদী সরকার স্পষ্ট জানিয়ে দিল...

ইরানকে বেকায়দার ফেলতে উঠেপড়ে লেগেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলির উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর এই শুল্কের ফলে সংযুক্ত আরব আমিরশাহী থেকে শুরু করে চিন এবং ভারতের উপর বড় আঘাত নেমে আসার আশঙ্কা রয়েছে। কারণ, ইরানের ৫ সবথেকে বড় 'ব্যবসা সঙ্গীদের' মধ্যে অন্যতম হল ভারত। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে 'নো টেনশন' বলে ব্যবসায়ীদের আশ্বস্ত হয়েছে।

Advertisement
ট্রাম্পের ২৫% ইরান ট্যারিফে ভারতের চাপ হবে? মোদী সরকার স্পষ্ট জানিয়ে দিল...ডোনাল্ড ট্রাম্পের ইরান শুল্ক
হাইলাইটস
  • ইরানকে বেকায়দার ফেলতে উঠেপড়ে লেগেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
  • তিনি ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলির উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন
  • এই শুল্কের ফলে সংযুক্ত আরব আমিরশাহী থেকে শুরু করে চিন এবং ভারতের উপর বড় আঘাত নেমে আসার আশঙ্কা রয়েছে

ইরানকে বেকায়দার ফেলতে উঠেপড়ে লেগেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলির উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর এই শুল্কের ফলে সংযুক্ত আরব আমিরশাহী থেকে শুরু করে চিন এবং ভারতের উপর বড় আঘাত নেমে আসার আশঙ্কা রয়েছে। কারণ, ইরানের ৫ সবথেকে বড় 'ব্যবসা সঙ্গীদের' মধ্যে অন্যতম হল ভারত। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে 'নো টেনশন' বলে ব্যবসায়ীদের আশ্বস্ত হয়েছে।

ইতিমধ্যেই মোদী সরকার এই বিষয়ে মুখ খুলেছে। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, আমেরিকার এই শুল্কের জন্য ভারতের উপর খুব কম প্রভাব পড়বে।

ভারতের উপর তেমন প্রভাব পড়বে না

ট্রাম্পের শুল্ক বোমা নিয়ে ইতিমধ্যেই নিজেদের বক্তব্য পেশ করেছে ভারত সরকার। তাদের পক্ষ থেকে ইরানে পণ্য রফতানিকারী ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়েছে। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, এই শুল্কের জন্য ভারতের উপর খুব একটা প্রভাব পড়বে না।

পরিসংখ্যান কী বলছে?

আমেরিকার শুল্কের জন্য ভারত কতটা বেকায়দায় পড়তে পারে, সেটা জানা যেতে পারে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের একটি পরিসংখ্যানের মাধ্যমেই। সেই পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ আর্থিক বর্ষে ইরানে রফতানির পরিমাণ ছিল ১.২৪ বিলিয়ন ডলার। আর আমদানি হয়েছে ৪৪০ মিলিয়ন ডলার। অর্থাৎ মোট ১.৬৮ বিলিয়নের বাণিজ্য হয়েছে। আর এই সংখ্যাটা খুব একটা ভাল কিছু নয়। ভারতের বাণিজ্য সঙ্গীর তালিকায় এই দেশটি ৬৩টি তম জায়গায় রয়েছে।

এই তথ্য থেকে আরও জানা যায় যে ইরানের তুলনায় তানজেনিয়া, অ্যাঙ্গোলা, টোগো, মোজাম্বিকিউ, সেনেগাল এবং ঘানার মতো ছোট দেশের সঙ্গে বেশি বাণিজ্য করে ভারত।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানান হয়েছে, বাসমতী চাল, চা, চিনি এবং ওষুধ রফতানি করে ভারত। ও দিকে ইরান থেকে আপেল, পিস্তা, খেজুর ও কিউই আমদানি করা হয়।

কোথায় চিন্তা?

এটা ঠিক যে মোদী সরকার ভারতীয় ব্যবসায়ীদের দুশ্চিন্তা করতে বারণ করেছে। তবে দেশের একটা বিশেষ অংশের ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষত, বাসমতী চাল যাঁরা রফতানি করেন, তাঁদের সমস্যার রয়েছে আশঙ্কা। কারণ, ভারত যেই সব দেশে বাসমতী চাল বিক্রি করে, তার মধ্যে প্রথমের দিকেই রয়েছে ইরান। সেখানে ১২ লক্ষ টন বাসমতী চাল পাঠায় ভারত। আর নতুন শুল্ক বসলে যে আদতে এই ব্যবসায় প্রভাব পড়বে, এই কথা তো বলাই বাহুল্য।

Advertisement

POST A COMMENT
Advertisement