TTE Salary: ট্রেনের TTE-দের কত বেতন হয় জানেন? চোখ কপালে উঠবে

TTE Salary: ট্রেনে সফর করার জন্য বাধ্যতামূলক টিকিট। সকল যাত্রীরা বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করছেন কিনা, তা পরীক্ষা করার দায়িত্বে থাকে টিটিই (Travelling Ticket Examiner)-এর ওপরে। এই চাকরি পাওয়ার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আবেদন করতে হয়। অবশ্য যখন এই পদে নিয়োগ চলে তখনই আবেদন করতে হয়।

Advertisement
ট্রেনের TTE-দের কত বেতন হয় জানেন? চোখ কপালে উঠবেটিটিই-এর বেতন কত?
হাইলাইটস
  • ট্রেনে সফর করার জন্য বাধ্যতামূলক টিকিট।

ট্রেনে সফর করার জন্য বাধ্যতামূলক টিকিট। সকল যাত্রীরা বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করছেন কিনা, তা পরীক্ষা করার দায়িত্বে থাকে টিটিই (Travelling Ticket Examiner)-এর ওপরে। এই চাকরি পাওয়ার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আবেদন করতে হয়। অবশ্য যখন এই পদে নিয়োগ চলে তখনই আবেদন করতে হয়। ট্রেনে যাত্রীদের কোনও সমস্যা হলেও এগিয়ে আসেন টিটিই। এছাড়াও টিটিই-এর কাজ হল সব যাত্রীদের টিকিট পরীক্ষা করা বা ট্রেনে তৎকাল টিকিট কেটে দেওয়া অথবা কোনও যাত্রী যদি বিনা টিকিটে ভ্রমণ করেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা। কিন্তু জানেন একজন টিটিই মাসে কত বেতন পান? জানার পর আপনিও এই চাকরি করতে চাইবেন। 

TTE-এর বেতন কত
Railway-তে TTE/Head Ticket Collector- পে স্কেল ৯৩০০ থেকে শুরু করে ৩৪৮০০ টাকা হয়। এছাড়াও টিকিট পরীক্ষক বা টিটিই-এর  Grade Pay ৪২০০ পর্যন্ত পায়। এই টাকার মধ্যে কোনও ধরনের ভাতা যুক্ত থাকে না। টিটিই-এর Gross Pay হল ৭৪৫৪৮ পর্যন্ত মেলে। এই বেতন থেকে কিছু অংশ কাটার পর হাতে আসে ৬৫ হাজার পর্যন্ত। তবে অভিজ্ঞতার ভিত্তিতে এই বেতন কম-বেশি হতে পারে। এছাড়া ডিএ, এইচআরএ সহ বাকি সুবিধাও পাওয়া যায়। 

বেতন বাড়ে
রেলের বাকি কর্মীদের মতো টিটিই-এরও বেতন বাড়ে, এই হিসাব মতে যাঁদের টিটিই-র নতুন চাকরি হয়েছে, তাঁদের কোনও অভিজ্ঞ সম্পন্ন টিটিই-র থেকে কম বেতন হতে পারে। এতো গেল বেতনের কথা। কিন্তু এই টিটিই-এর চাকরি পাওয়ার জন্য একজন ব্যক্তির যোগ্যতা কেমন হবে, সেটাও আসুন জেনে নেওয়া যাক। কোন শিক্ষাগত যোগ্যতায় আপনি পেতে পারেন টিটিই-এর চাকরি?

শিক্ষাগত যোগ্যতা
রেলে টিটিই হওয়ার জন্য যোগ্য প্রার্থীদের ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে ৫০ শতাংশ নম্বর নিয়ে। পাশাপাশি ডিপ্লোমা কোর্স থাকতে হবে। কিছু ক্ষেত্রে স্নাতক প্রার্থীরাও আবেদন করতে পারেন। বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত বিভাগগুলিতে এই পদে ছাড় দেওয়া হয়। টিটিই-এর নিয়োগ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হয়ে থাকে। পাটনা, মুম্বই, এলাহাবাদ সহ রেলওয়ে ভিন্ন জোনে নিজের নিজের ওয়েহসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রতি বছরই ভারতীয় রেলওয়ের তরফে টিটিই পদে নিয়োগের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। লিখিত পরীক্ষা, প্র্যাক্টিকাল, ফিটনেস পরীক্ষা দিতে হয়। সবকটি পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই টিটিই হওয়া যায়।

Advertisement

POST A COMMENT
Advertisement