scorecardresearch
 

Howrah-Mumbai Accident Helpline: লাইনচ্যুত হাওড়া-মুম্বই মেল, প্রিয়জন নিরাপদে? রইল হেল্পলাইন নম্বর

Howrah-Mumbai Train Accident: মঙ্গলবার ভোররাতে লাইনচ্যুত হল হাওড়া-মুম্বই CSMT এক্সপ্রেস। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন আহত হয়েছেন বলে ANI সূত্রে খবর। ঘটনাটি ঘটে চক্রধরপুর ডিভিশনের রাজখরসওয়ান ওয়েস্ট আউটার এবং বারাবাম্বুর মাঝের লাইনে।

Advertisement
ট্রেন দুর্ঘটনার জন্য হেল্পলাইন নম্বর জারি করেছে রেল। ট্রেন দুর্ঘটনার জন্য হেল্পলাইন নম্বর জারি করেছে রেল।
হাইলাইটস
  • ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হাওড়া মুম্বই মেল এক্সপ্রেস।
  • বারাবাম্বু রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
  • ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর।

Howrah-Mumbai Train Accident: মঙ্গলবার ভোররাতে লাইনচ্যুত হল হাওড়া-মুম্বই CSMT এক্সপ্রেস। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন আহত হয়েছেন বলে ANI সূত্রে খবর। ঘটনাটি ঘটে চক্রধরপুর ডিভিশনের রাজখরসওয়ান ওয়েস্ট আউটার এবং বারাবাম্বুর মাঝের লাইনে।

যে সময় ঘটনাটি ঘটে, তখনও অন্ধকার। দুই স্টেশনের মাঝামাঝি এমন একটি স্থানে দুর্ঘটনা ঘটায় তীব্র আতঙ্কের পরিস্থিতিতে পড়েন যাত্রীরা। যদিও খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রেলের উদ্ধারকারী টিম। চক্রধরপুর রেল বিভাগের সিনিয়র ডিসিএম আদিত্য কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে চক্রধরপুর রেল বিভাগের আধিকারিকরা পৌঁছে যান। সেই সঙ্গে একটি রিলিফ ট্রেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করেন। 

.ANI-এর শেষ আপডেট অনুযায়ী, ৬ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি যাত্রীদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্যও ব্যবস্থা করা হচ্ছে। চক্রধরপুর স্টেশনে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

ইতিমধ্যে ট্রেন দুর্ঘটনার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। ট্রেনে থাকা যাত্রীদের সঙ্গে যোগাযোগ করতে না পারলে, এই নম্বরে ফোন করে খোঁজ নেওয়া যাবে।

আরও পড়ুন

হাওড়া-সিএসএমটি দুর্ঘটনায় হেল্পলাইন নম্বর (Howrah-Mumbai Train Accident Helpline Number):

টাটানগর: 06572290324 চক্রধরপুর: 06587 238072 রৌরকেলা: 06612501072, 06612500244 হাওড়া: 9433357920, 03276757920, 0327675724-2326724। HWH হেল্প ডেস্ক: 033-26382217, 9433357920 SHM হেল্প ডেস্ক: 6295531471, 7595074427 KGP হেল্প ডেস্ক: 03222-293764 CSMT হেল্পলাইন অটো নম্বর 55993 P&T-4202042020471 40 নাগপুর: 7757912790

Advertisement