Biryani: বিরিয়ানিতে এত নুন কেন? রাগে বউকে দেওয়ালে মাথা ঠুকে ঠুকে মেরে দিল স্বামী

বিরিয়ানি রান্না করে স্বামীকে পরিবেশন করেছিলেন। কিন্তু একটা চরম 'অপরাধ' করে ফেলেছিলেন। বেশি নুন দিয়ে ফেলায় স্বামীর নৃশংস অত্যাচারের বলি হলেন তিনি। দেওয়ালে মাথা ঠুকে ঠুকে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

Advertisement
 বিরিয়ানিতে এত নুন কেন? রাগে বউকে দেওয়ালে মাথা ঠুকে ঠুকে মেরে দিল স্বামীবিরিয়ানি
হাইলাইটস
  • বিরিয়ানি রান্না করেছিলেন স্ত্রী
  • পড়ে গিয়েছিল অতিরিক্ত নুন
  • স্বামীর নৃশংস অত্যাচারের বলি স্ত্রী

বাড়িতে বিরিয়ানি রান্না করেছিলেন স্ত্রী। সাজিয়ে পরিবেশন করেছিলেন স্বামীকে। কিন্তু একটাই 'অপরাধ' হয়ে গিয়েছিল তার। একটু বেশিই নুন পড়ে গিয়েছিল বিরিয়ানিতে। আর সেটাই কাল হয়ে দাঁড়াল জীবনে। রাগে অগ্নিশর্মা হয়ে তাকে হত্যা করে ফেলল স্বামী। চোখ কপালে তোলা এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই ওই স্বামীকে গ্রেফতার করা হয়েছে। 

 জানা গিয়েছে, ধৃত স্বামীর নাম মানজার ইমাম হোসেন। মহারাষ্ট্রের বাইঙ্গনওয়াড়ি এলাকার বাসিন্দা সে। নিহত নাজিয়া পারভিনের পরিবারের অভিযোগ, স্বামী স্ত্রীর মধ্যে বিরিয়ানি নিয়ে ঝামেলা হয়েছিল ঠিকই তবে এই সমস্যা আজকের নয়। বরাবরই দু'জনের মধ্যে অশান্তি লেগে থাকত। নাজিয়া এবং মানজার ২০২৩ সালের অক্টোবর মাসে প্রেম করেই বিয়ে করেছিল। কিন্তু বিয়ের পরপরই মানজারের আচরণ বদলে যায় বলে অভিযোগ নিহতের পরিবারের। প্রায়শই তুচ্ছ কারণে স্ত্রীর গায়ে হাত তুলত মানজার। একবার নাজিয়াকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল সে। তার অত্যাচার রীতিমতো সীমা ছাড়িয়ে গিয়েছিল বলে দাবি নাজিয়ার বাবা-মায়ের। 

পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, গত ২০ ডিসেম্বর রাতে নাজিয়া বাড়িতে বিরিয়ানি রান্না করেছিলেন। মানজার খেতে বসেই বিরিয়ানিতে অতিরিক্ত নুন হয়েছে বলে অভিযোগ শুরু করে। তর্ক বিতর্ক এমন চরম আকার ধারণ করে, মানজার মেজাজ হারিয়ে ফেলে। এরপরই নাজিয়ার মাথা দেওয়ালে ঠুকে দেয়। একবার নয়, বারবার এমনটা করে সে। মাথায় গুরুতর চোট লাগে নাজিয়ার। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই নাজিয়ার মৃত্যু হয় বলে খবর। 

ঘটনার খবর পেয়ে শিবাজি নগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেছিল মানজার। তবে লাভ হয়নি। শুরু হয়েছে তদন্ত। 

 

TAGS:
POST A COMMENT
Advertisement