Woman doctor arrested with cocaine: লেডি ডাক্তারের বাড়ি থেকে উদ্ধার লাখ লাখ টাকার কোকেন, কী করতেন?

হায়দরাবাদের রায়দুর্গম এলাকার এক মহিলা চিকিৎসকের বাড়ি থেকে উদ্ধার হল প্রায় পাঁচ লক্ষ টাকার কোকেন। ঘটনায় গ্রেফতার হয়েছেন নম্রতা চিগুরুপতি নামের ওই চিকিৎসক। মাদক পাচারের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement
লেডি ডাক্তারের বাড়ি থেকে উদ্ধার লাখ লাখ টাকার কোকেন, কী করতেন?
হাইলাইটস
  • হায়দরাবাদের রায়দুর্গম এলাকার এক মহিলা চিকিৎসকের বাড়ি থেকে উদ্ধার হল প্রায় পাঁচ লক্ষ টাকার কোকেন।
  • ঘটনায় গ্রেফতার হয়েছেন নম্রতা চিগুরুপতি নামের ওই চিকিৎসক।

হায়দরাবাদের রায়দুর্গম এলাকার এক মহিলা চিকিৎসকের বাড়ি থেকে উদ্ধার হল প্রায় পাঁচ লক্ষ টাকার কোকেন। ঘটনায় গ্রেফতার হয়েছেন নম্রতা চিগুরুপতি নামের ওই চিকিৎসক। মাদক পাচারের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের কুখ্যাত মাদক পাচারকারী বংশ ধাক্করের কাছ থেকে এই কোকেন সংগ্রহ করেছিলেন নম্রতা। পাচারকারীর সঙ্গে নম্রতার যোগাযোগের মাধ্যম ছিল হোয়াটসঅ্যাপ। ওই প্ল্যাটফর্মেই মাদকের অর্ডার দেন তিনি এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে পাঠান পুরো টাকাও। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নজরদারি চালিয়ে তাঁর বাড়িতে হানা দেয়। তখনই হাতে নাতে ধরা পড়েন তিনি।

তদন্তকারী অফিসার বেঙ্কান্না জানিয়েছেন, পাচারকারীদের সঙ্গে চিকিৎসকের পুরনো পরিচয় ছিল। মাদক সরাসরি রায়দুর্গমের বাড়িতে পৌঁছে দেওয়া হতো। পুলিশের নজরদারির জালে পড়েই গ্রেফতার হন তিনি। পাচারকারী বংশ ধাক্করের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চিকিৎসক নিয়মিতই মাদক সংগ্রহ করতেন এবং মাদক সেবন করতেন বলেও সন্দেহ। ইতিমধ্যেই ৭০ লক্ষ টাকা মাদক কেনায় খরচ করেছেন নম্রতা—এমন তথ্যও উঠে এসেছে তদন্তে। তবে তিনি শুধুমাত্র ব্যবহারকারী, নাকি পাচারের সঙ্গেও যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদের চিকিৎসক মহলে। প্রশ্ন উঠছে, এক শিক্ষিত চিকিৎসক কীভাবে এত বড় মাদকচক্রে জড়িয়ে পড়লেন? পুলিশ এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত, তা খতিয়ে দেখছে।

 

POST A COMMENT
Advertisement