I love Mahadev campaign: ‘আই লাভ মহম্মদ’ বিতর্কের জেরে উত্তরপ্রদেশে বাড়ছে ‘আই লাভ মহাদেব’ ট্যাটুর ট্রেন্ড

উত্তরপ্রদেশে সাম্প্রতিক সময়ে ধর্মীয় স্লোগান ঘিরে নতুন এক প্রবণতা দেখা দিয়েছে। ‘আই লাভ মুহাম্মদ’ বিতর্কের প্রতিক্রিয়ায় বারাণসীর সাধু ও শিবভক্তরা শুরু করেছেন ‘আই লাভ মহাদেব’ প্রচারাভিযান। শুধু স্লোগানেই সীমাবদ্ধ নয়, এবার ভক্তরা শরীরে স্থায়ীভাবে ট্যাটু করিয়ে তাদের বিশ্বাসের প্রকাশ ঘটাচ্ছেন।

Advertisement
‘আই লাভ মহম্মদ’ বিতর্কের জেরে উত্তরপ্রদেশে বাড়ছে ‘আই লাভ মহাদেব’ ট্যাটুর ট্রেন্ড
হাইলাইটস
  • উত্তরপ্রদেশে সাম্প্রতিক সময়ে ধর্মীয় স্লোগান ঘিরে নতুন এক প্রবণতা দেখা দিয়েছে।
  • ‘আই লাভ মুহাম্মদ’ বিতর্কের প্রতিক্রিয়ায় বারাণসীর সাধু ও শিবভক্তরা শুরু করেছেন ‘আই লাভ মহাদেব’ প্রচারাভিযান।

উত্তরপ্রদেশে সাম্প্রতিক সময়ে ধর্মীয় স্লোগান ঘিরে নতুন এক প্রবণতা দেখা দিয়েছে। ‘আই লাভ মুহাম্মদ’ বিতর্কের প্রতিক্রিয়ায় বারাণসীর সাধু ও শিবভক্তরা শুরু করেছেন ‘আই লাভ মহাদেব’ প্রচারাভিযান। শুধু স্লোগানেই সীমাবদ্ধ নয়, এবার ভক্তরা শরীরে স্থায়ীভাবে ট্যাটু করিয়ে তাদের বিশ্বাসের প্রকাশ ঘটাচ্ছেন।

ট্যাটু পার্লারগুলিতে ভিড় বাড়ছে হু-হু করে। শিল্পীরা জানাচ্ছেন, গত কয়েক দিনে অন্তত ৫০টিরও বেশি ‘আই লাভ মহাদেব’ ট্যাটু করা হয়েছে। অনেক ট্যাটু শিল্পী এমনকি ভক্তদের জন্য বিনামূল্যে ট্যাটু তৈরি করছেন। স্থানীয়রা বলছেন, এটি কেবল ভক্তির প্রকাশ নয়, এক ধরনের প্রতিবাদের ভাষাও।

কাশীর এক তরুণী জ্যোতি বলেন, “মুহাম্মদকে নিয়ে মিছিল বের হচ্ছে, অথচ এটি মহাদেবের শহর। তাই আমি ট্যাটুর মাধ্যমে আমার ভক্তি প্রকাশ করলাম। ব্যথা নয়, বরং শক্তি পাই এতে।”

এদিকে, বেরিলিতে সম্ভাব্য অশান্তির আশঙ্কায় প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ইসলামিয়া গ্রাউন্ডে ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার ইস্যুতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন ধর্মগুরু মাওলানা তৌকির রাজা। জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার পতাকা পদযাত্রার মাধ্যমে বার্তা দিয়েছেন, আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা সহ্য করা হবে না। প্রশাসন জানিয়েছে, ১৪৪ ধারার মতোই ১৬৩ ধারার অধীনে অনুমতি ছাড়া কোনও বিক্ষোভ চলবে না

 

POST A COMMENT
Advertisement