scorecardresearch
 

ICU Guideline : ICU-তে কোন ধরনের রোগীদের ভর্তি করা যাবে? নয়া গাইডলাইন কেন্দ্রের

কোনও রোগীকে ICU-তে ভর্তি নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। কোন রোগীকে আইসিইউ-তে ভর্তি করা যাবে, কাদের ভর্তি করা যাবে না? জানুন নয়া গাইডলাইন।

Advertisement
ICU ICU
হাইলাইটস
  • কোনও রোগীকে ICU-তে ভর্তি নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের
  • ICU-তে কাদের ভর্তি করা যাবে ? জেনে নিন।

কোনও রোগীকে ICU-তে ভর্তি নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। নির্দেশিকায় উল্লেখ, পরিবারের অনুমতি ছাড়া কোনও গুরুতর অসুস্থ রোগীকেও হাসপাতাল কর্তৃপক্ষ ICU-তে ভর্তি করতে পারবে না। স্বাস্থ্যমন্ত্রকের ২৪ জন বিশেষজ্ঞের তৈরি নির্দেশিকাগুলিতে অনেক সুপারিশ করা হয়েছে। তার মধ্যে এটিও একটি।  

সেখানে বলা হয়েছে, কোনও গুরুতর অসুস্থ রোগীর যদি চিকিৎসার পরও বেঁচে ফেরার কোনও সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে সেই রোগীকে আইসিইউতে রাখা অর্থহীন। নির্দেশিকায় বলা হয়েছে, রোগীর পরিবারের অনুমতি না মিললে আইসিইউ-তে ভর্তি করার সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষ নিতে পারবে না। 

নির্দেশিকায় আরও যা যা বলা হয়েছে-

আরও পড়ুন

  • মহামারী বা দুর্যোগের সময় হাসপাতালের যে পরিস্থিতি থাকে তা বিবেচনা করে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেওয়া দরকার। নির্দেশিকা মোতাবেক, যখন সম্পদ সীমিত হয়, তখন রোগীকে ICU-তে রাখার ক্ষেত্রে বিবেচনা করতে হবে হাসপাতালকে। 
  • অস্ত্রোপচারের পর রোগীর অবস্থার অবনতি হলে বা বড় অস্ত্রোপচারের পরে রোগীর প্রাণ সংশয় থাকলে  আইসিইউতে ভর্তি করা প্রয়োজন।
  • ICU-তে রোগীকে ভর্তি তখনই করা যাবে যখন তাঁর অবস্থার অবনতি হবে। 
  • যে সমস্ত রোগীরা কার্ডিয়াক বা শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছেন, যাতে তাঁদের প্রাণ সংশয় হতে পারে, সেক্ষেত্রে রোগীকে আইসিইউ-তে ভর্তি করা যেতে পারে। 

কোন পরিস্থিতিতে ICU-তে ভর্তি করা যাবে না ? 

  • রোগী বা রোগীর পরিবার যদি ICU-তে ভর্তি করতে অস্বীকার করে। 
  • কোন রোগী এতটাই অসুস্থ যে তাঁকে ICU-তে রেখেও নিরাময় করা সম্ভব নয়, তাঁকে ICU-তে ভর্তি বা স্থানান্তরিত করা যাবে না। 
  • নির্দেশিকা অনুসারে, ICU-তে যে রোগীকে ভর্তি করা হবে তার আগে অবশ্যই তাঁর রক্তচাপ,  শরীরে অক্সিজেনের পরিমাণ, শ্বাস প্রশ্বাসের ধরণ, হৃদস্পন্দন, অক্সিজেনের স্তর, প্রস্রাবের আউটপুট এবং স্নায়বিক অবস্থা সহ অন্য প্যারামিটারগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। 
 

Advertisement

Advertisement