IIT Baba Abhay Singh: মহাকুম্ভ থেকে কি সত্যিই পালিয়েছেন? মুখ খুললেন সেই ভাইরাল IIT বাবা

মহাকুম্ভ থেকে হঠাৎ নাকি গায়েব হয়ে গিয়েছেন IIT বাবা অভয় সিং! যে খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। এই আবহে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। মহাকুম্ভেই রয়েছেন আইআইটি বাবা। মেলা ছেড়ে তিনি কোথাও যাননি। শুক্রবার গভীর রাতে আজতককে এমনটাই জানালেন স্বয়ং অভয় সিং। 

Advertisement
মহাকুম্ভ থেকে কি সত্যিই পালিয়েছেন? মুখ খুললেন সেই ভাইরাল IIT বাবাআইআইটি বাবা অভয় সিং।
হাইলাইটস
  • মহাকুম্ভ থেকে হঠাৎ নাকি গায়েব হয়ে গিয়েছেন IIT বাবা অভয় সিং!
  • যে খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।
  • এই আবহে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল।

মহাকুম্ভ থেকে হঠাৎ নাকি গায়েব হয়ে গিয়েছেন IIT বাবা অভয় সিং! যে খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। এই আবহে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। মহাকুম্ভেই রয়েছেন আইআইটি বাবা। মেলা ছেড়ে তিনি কোথাও যাননি। শুক্রবার গভীর রাতে আজতককে এমনটাই জানালেন স্বয়ং অভয় সিং। 

মহাকুম্ভ মেলার জুনা আখারার ১৬ মাদি আশ্রম থেকে অভয় আচমকা উধাও হয়েছেন, এমন খবরকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন আইআইটি বাবা। 

দাবি করা হয়েছিল যে, অভয়ের বাবা-মা তাকে খুঁজতে খুঁজতে গতকাল রাতে জুনা আখড়ার ১৬ মাদি আশ্রমে পৌঁছেছিলেন। কিন্তু ততক্ষণে অভয় আশ্রম ছেড়ে চলে গিয়েছেন। তবে এর সত্যতা নিশ্চিত করা হয়নি। 


জুনা আখড়ার ১৬ মাদি আশ্রমে থাকা অন্যান্য সাধুদের মতে, অভয় সিং ক্রমাগত সাক্ষাৎকার দিচ্ছিলেন, এটি তাঁর মনে প্রভাব ফেলছিল এবং তিনি মিডিয়ার কাছে কিছু কথা বলেছিলেন যা যথোপযুক্ত ছিল না। তাকে জুনা আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর অবধেশানন্দ গিরির কাছেও নিয়ে যাওয়া হয়। অভয়ের মানসিক অবস্থা দেখে, জুনা আখড়া সিদ্ধান্ত নেয় যে, তাঁকে আশ্রম ছেড়ে চলে যাওয়া উচিত এবং এরপরে গভীর রাতে অভয় আশ্রম ত্যাগ করে।

এই প্রসঙ্গে মুখ খুলেছেন স্বয়ং অভয়। শুক্রবার গভীর রাতে আজতককে আইআইটি বাবা বলেন, 'ওঁরা আমার সম্পর্কে ভুয়ো খবর ছড়িয়েছেন। ওঁরা (মাদি আশ্রমের পরিচালনায় যাঁরা রয়েছেন) রাতে সেখান থেকে আমায় চলে যেতে বলেছিলেন। এখন ওঁরা ভাবছেন যে, আমি বিখ্যাত হয়েছি। ভাবছেন, যদি আমি ওঁদের বিরুদ্ধে কিছু বলে দিই। তাই এখন এসব বলছেন যে, আমি গোপনে ধ্যানের জন্য গিয়েছে। বোকা বোকা কথা বলছেন।'

এই প্রসঙ্গে অভয়ের সংযোজন, 'আমি মনকে বুঝিয়ে বলেছি, মন কী। আপনি আমার মানসিক অবস্থা বিশ্লেষণ করছেন, খুব ভাল। আমার চেয়ে বেশি তথ্য আছে এমন কোন সাইকোলজিস্ট আছে?  আমাকে সার্টিফিকেট দেওয়ার জন্য তাঁর আমার চেয়ে বেশি জ্ঞান থাকা উচিত।'

Advertisement

POST A COMMENT
Advertisement